আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন পরই ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন পরই ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে দুই দিনের সফরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্থানী সময় সকালে তেল আবিবে পৌঁছেছেন তিনি।
বেন গুরিওন বিমানবন্দরে ঋষি সাংবাদিকদের বলেন, ইসরায়েলের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতেই মূলত আমি এখানে এসেছি। ইসরায়েল গত কয়েক দিনে অবর্ণনীয় ভয়ংকর সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে গেছে। পুরো যুক্তরাজ্য ও আমি আপনাদের পাশে আছি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার আল-আহলি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা প্রসঙ্গে ঋষি বলেন, এটা এই অঞ্চল ও বিশ্ব নেতাদের জন্য একটা কঠিন মুহূর্ত। আমরা উত্তেজনা আরও বাড়ুক তা চাই না। আমরা সংঘাতের বিস্তার ঠেকাতে চাই।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের খবরে বলা হয়েছে, ঋষি সুনাক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে বৈঠক করবেন।
তেলআবিবের উদ্দেশে ঋষি সুনাক লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। এ ছাড়া অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। এর পাশাপাশি তিনি সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন বলেও জানানো হয়েছে।
ডাউনিং স্ট্রিট আরও জানিয়েছে, গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে ইসরায়েলকে অনুরোধ করবেন ঋষি সুনাক। এছাড়া আটকা পড়া ব্রিটিশ নাগরিকরা যাতে ফিলিস্তিন থেকে নিরাপদে বের হতে পারে, সে বিষয়েও আলোচনা করবেন তিনি।
ইসরায়েল সফরের আগে এক বিবৃতিতে ঋষি সুনাক বলেন, প্রতিটি বেসামরিক নাগরিকের মৃত্যু একটি ট্র্যাজেডি। হামাসের কর্মকাণ্ডের কারণে অনেকের প্রাণহানি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮৮ জনে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এদিকে অবরুদ্ধ গাজায় খাবার পানিও শেষ হয়ে গেছে। সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ উপকূলীয় ফিলিস্তিনি ভূখণ্ডে আহত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে আহতের সংখ্যা ১৩০০ এর বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহদের মধ্যে দুই তৃতীয়াংশই শিশু। বাকিদের বেশিরভাগই নারী। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় নিহতদের মধ্যে এক হাজারের বেশি শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১৪,০২ জন। এছাড়া আহত হয়েছেন ৪,৪৭৫ জন।