রাজধানীর গোপীবাগে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে ২০/২৫ জনের একদল দুর্বৃত্তরা ইশরাকের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলাকারীরা হেলমেট পড়া ছিল। দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে মতিঝিল থানায় স্বশরীরে হাজির হয়ে জিডি করেন তিনি।
জিডি করার পর সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ২০-২৫ জন যুবক ভোররাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছি। বিষয়টি আমি আমাদের দল ও দলের হাইকমান্ডকে জানিয়েছি। এই নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করব।
এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে বলে আপনারা সন্দেহ করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, আমি কাউকে সন্দেহ করছি না।
আরও পড়ুন : নগরে নতুন অপরাধীচক্র ‘কান্নাপার্টি’
এ বিষয়ে পুলিশ কী বলেছে জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, আমরা অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন।
বিজয় দিবসের এই দিনে সাবেক এক মুক্তিযোদ্ধার বাসায় হামলার বিষয়টি আপনি কিভাবে দেখেন- এমন প্রশ্নে তিনি বলেন, যে বা যারাই করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল।
আমরা এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপে কখনও পা দেব না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এমন হামলা সত্যি ন্যক্কারজনক।