Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : 

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

রোববার (১৮ মে) ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে, ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একই বিমানবন্দরের পরিধিতে আঘাত হানে। এর ফলে একটি রাস্তা এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘন্টার পর ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রজেক্টাইল উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করা হয়েছে কিন্তু তা ব্যর্থ হয়েছে।

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

প্রকাশের সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

রোববার (১৮ মে) ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে, ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একই বিমানবন্দরের পরিধিতে আঘাত হানে। এর ফলে একটি রাস্তা এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘন্টার পর ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রজেক্টাইল উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করা হয়েছে কিন্তু তা ব্যর্থ হয়েছে।

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।