Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা ইমরান হাশমি গুরতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’র শুটিং শুরু করেছিলেন। শুটিং চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, মুম্বাইয়ের আরে কলোনিতে নতুন সিনেমা ‘ওজি’ ছবির শুটিং চলাকালীন শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় যে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইমরান হাশমি।

‘ওজি’ ছবির প্রযোজনা সংস্থা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, শুটিংয়ের সময় ডেঙ্গু রোগের বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল অভিনেতার শরীরে। মুম্বাই শহরে হঠাৎ করে কোভিড বাড়তে শুরু করেছে। তাছাড়া বর্ষা মৌসুমে বেড়ে চলেছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। অভিনেতার অসুস্থতা বুঝতে পারলেই দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ইমরান হাশমি আপাতত সুস্থ আছেন।

বলে রাখা ভালো, ‘ওজি’ সিনেমা দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ইমরান হাশমি। কথা ছিল চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ মুক্তি দেওয়া হবে সিনেমাটি। তবে অভিনেতার অসুস্থতার কারণে পূর্ব ঘোষিত সময় মুক্তি না দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ‘ওজি’ সিনেমা ছাড়াও আরও একগুচ্ছ ছবির কাজ রয়েছে অভিনেতার ঝুলিতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অনেকের শাসন দেখেছেন এবার ইসলামপন্থিদের সুযোগ দিন : চরমোনাই পীর

ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

প্রকাশের সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা ইমরান হাশমি গুরতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’র শুটিং শুরু করেছিলেন। শুটিং চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, মুম্বাইয়ের আরে কলোনিতে নতুন সিনেমা ‘ওজি’ ছবির শুটিং চলাকালীন শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় যে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইমরান হাশমি।

‘ওজি’ ছবির প্রযোজনা সংস্থা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, শুটিংয়ের সময় ডেঙ্গু রোগের বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল অভিনেতার শরীরে। মুম্বাই শহরে হঠাৎ করে কোভিড বাড়তে শুরু করেছে। তাছাড়া বর্ষা মৌসুমে বেড়ে চলেছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। অভিনেতার অসুস্থতা বুঝতে পারলেই দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ইমরান হাশমি আপাতত সুস্থ আছেন।

বলে রাখা ভালো, ‘ওজি’ সিনেমা দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ইমরান হাশমি। কথা ছিল চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ মুক্তি দেওয়া হবে সিনেমাটি। তবে অভিনেতার অসুস্থতার কারণে পূর্ব ঘোষিত সময় মুক্তি না দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ‘ওজি’ সিনেমা ছাড়াও আরও একগুচ্ছ ছবির কাজ রয়েছে অভিনেতার ঝুলিতে।