Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান-বুশরার বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : 

প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগে মামলা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা তাদের বিরুদ্ধে এ মামলা করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৫ নভেম্বর) রাজধানী ইসলামাবাদের একটি আদালতে মামলাটি করেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা।

ইসলামাবাদ পূর্ব সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহর আদালতে ৩৪ (সাধারণ অভিপ্রায়), ৪৯৬ (অবৈধ বিয়ে) এবং ৪৯৬বি (ব্যভিচার)-এর অধীনে অভিযোগ দায়ের করেছেন মানেকা।

গত সপ্তাহের শুরুতে মানেকা অভিযোগ করেন, বুশরার সঙ্গে তার বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরান খান দায়ী।

আদালত শুনানি শেষে মামলায় উল্লেখিত তিন সাক্ষীর প্রতি নোটিশ জারি করেন। তারা হলেন ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদ ও মানেকার বাড়ির কর্মচারী লতিফ। মঙ্গলবার (২৮ নভেম্বর) তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহের শুরুতে মানেকা অভিযোগ করেন, ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করায় তার জীবন নষ্ট হয়ে যায়। বুশরার সঙ্গে তার বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরানকে দায়ী করেন তিনি।

বুশরার প্রথম স্বামী ছিলেন মানেকা। ১৯৮৯ সালে তাদের বিয়ে হয়েছিল।

মানেকা গত সপ্তাহে বলেন, ২০১৭ সালের নভেম্বরে বুশরা বিবির সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর দেড় মাসের মধ্যে বুশরা বিবি ইমরান খানকে বিয়ে করেন। তবে এই বিয়ে সম্পর্কে জানতেন না বলে দাবি করেন বুশরা বিবির সাবেক স্বামী।

তিনি বলেছেন, ‘তাদের বিয়ে নিয়ে আমি এবং আমার সন্তান অবগত ছিলাম না। যখন জিও এবং দ্য নিউজ তাদের বিয়ে নিয়ে রিপোর্ট করে তখনও আমি তা উড়িয়ে দিয়েছিলাম।’ ২০১৮ সালের মার্চে দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের জানুয়ারিতে ইমরান খান এবং বুশরা বিবির বিয়ে হয়। কিন্তু তাদের বিয়ের ছবি প্রকাশিত করা হয় ফেব্রুয়ারির ১৮ তারিখে।

মানেকা দাবি করেছেন, এর আগে তার সম্মতি ছাড়াই ইমরান খান তার বাড়িতে যেতেন। তিনি আরও দাবি করেছেন, তিনি পিটিআই চেয়ারম্যানকে তার বাড়ি থেকে বেরও করে দিয়েছিলেন।

শুনানি নিয়ে আদালত মামলায় উল্লেখিত তিন সাক্ষীর প্রতি নোটিশ জারি করেছেন। তারা হলেন ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদ ও মানেকার বাড়ির কর্মচারী লতিফ। তাদের ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইমরান-বুশরার বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগে মামলা

প্রকাশের সময় : ০৮:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগে মামলা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা তাদের বিরুদ্ধে এ মামলা করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৫ নভেম্বর) রাজধানী ইসলামাবাদের একটি আদালতে মামলাটি করেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা।

ইসলামাবাদ পূর্ব সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহর আদালতে ৩৪ (সাধারণ অভিপ্রায়), ৪৯৬ (অবৈধ বিয়ে) এবং ৪৯৬বি (ব্যভিচার)-এর অধীনে অভিযোগ দায়ের করেছেন মানেকা।

গত সপ্তাহের শুরুতে মানেকা অভিযোগ করেন, বুশরার সঙ্গে তার বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরান খান দায়ী।

আদালত শুনানি শেষে মামলায় উল্লেখিত তিন সাক্ষীর প্রতি নোটিশ জারি করেন। তারা হলেন ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদ ও মানেকার বাড়ির কর্মচারী লতিফ। মঙ্গলবার (২৮ নভেম্বর) তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহের শুরুতে মানেকা অভিযোগ করেন, ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করায় তার জীবন নষ্ট হয়ে যায়। বুশরার সঙ্গে তার বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরানকে দায়ী করেন তিনি।

বুশরার প্রথম স্বামী ছিলেন মানেকা। ১৯৮৯ সালে তাদের বিয়ে হয়েছিল।

মানেকা গত সপ্তাহে বলেন, ২০১৭ সালের নভেম্বরে বুশরা বিবির সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর দেড় মাসের মধ্যে বুশরা বিবি ইমরান খানকে বিয়ে করেন। তবে এই বিয়ে সম্পর্কে জানতেন না বলে দাবি করেন বুশরা বিবির সাবেক স্বামী।

তিনি বলেছেন, ‘তাদের বিয়ে নিয়ে আমি এবং আমার সন্তান অবগত ছিলাম না। যখন জিও এবং দ্য নিউজ তাদের বিয়ে নিয়ে রিপোর্ট করে তখনও আমি তা উড়িয়ে দিয়েছিলাম।’ ২০১৮ সালের মার্চে দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের জানুয়ারিতে ইমরান খান এবং বুশরা বিবির বিয়ে হয়। কিন্তু তাদের বিয়ের ছবি প্রকাশিত করা হয় ফেব্রুয়ারির ১৮ তারিখে।

মানেকা দাবি করেছেন, এর আগে তার সম্মতি ছাড়াই ইমরান খান তার বাড়িতে যেতেন। তিনি আরও দাবি করেছেন, তিনি পিটিআই চেয়ারম্যানকে তার বাড়ি থেকে বেরও করে দিয়েছিলেন।

শুনানি নিয়ে আদালত মামলায় উল্লেখিত তিন সাক্ষীর প্রতি নোটিশ জারি করেছেন। তারা হলেন ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদ ও মানেকার বাড়ির কর্মচারী লতিফ। তাদের ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।