Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টার মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ১৮৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু ক্লাব ফুটবলে পিএসজি অধ্যায়ে তাকে অধিনায়ক হিসেবে দেখা যায়নি। তবে মার্কিন মুলুকে গিয়ে এবার অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক করা হচ্ছে এলএমটেনকে।

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটিতে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।

আর্জেন্টাইন মহাতারকাকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ টাটা মার্তিনো।

পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে মেসি যোগ দেন কিছুদিন আগে। গত রোববার অভিষেক হয় তার। এই ম্যাচ দারুণ এক ফ্রি-কিক গোল দিয়ে রাঙান তিনি। মেক্সিকোর ক্লাব ক্রুস আজুলের বিপক্ষে সেই ম্যাচটিতেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

বর্তমানে ক্লাবটিরি অধিনায়ক জর্জ। দীর্ঘমেয়াদী ইনজুরি নিয়ে মাঠের বাইরে গেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন মেসি। তবে জর্জ ফিট হয়ে ফিরে আর্মব্যান্ড আবার পাবেন কি না সেটাই দেখার অপেক্ষা।

তাতা মার্তিনো বলেন, ওই দিন বদলি হিসেবে নামার সময় সে অধিনায়ক ছিল। হ্যাঁ, সামনে সেই থাকবে।

বার্সেলোনায় মেসি নিয়মিত নেতৃত্ব দিয়েছেন। তবে প্যারিস সেন্ট জার্মেইতে কখনও অধিনায়ক হননি। আর আর্জেন্টিনার অধিনায়কত্ব করে তো গত ডিসেম্বরে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছেন। তার মতো হাই প্রোফাইল খেলোয়াড় মায়ামির অধিনায়ক হওয়াটা অবাক হওয়ার মতো কিছু নয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ইন্টার মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

প্রকাশের সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু ক্লাব ফুটবলে পিএসজি অধ্যায়ে তাকে অধিনায়ক হিসেবে দেখা যায়নি। তবে মার্কিন মুলুকে গিয়ে এবার অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক করা হচ্ছে এলএমটেনকে।

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটিতে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।

আর্জেন্টাইন মহাতারকাকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ টাটা মার্তিনো।

পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে মেসি যোগ দেন কিছুদিন আগে। গত রোববার অভিষেক হয় তার। এই ম্যাচ দারুণ এক ফ্রি-কিক গোল দিয়ে রাঙান তিনি। মেক্সিকোর ক্লাব ক্রুস আজুলের বিপক্ষে সেই ম্যাচটিতেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

বর্তমানে ক্লাবটিরি অধিনায়ক জর্জ। দীর্ঘমেয়াদী ইনজুরি নিয়ে মাঠের বাইরে গেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন মেসি। তবে জর্জ ফিট হয়ে ফিরে আর্মব্যান্ড আবার পাবেন কি না সেটাই দেখার অপেক্ষা।

তাতা মার্তিনো বলেন, ওই দিন বদলি হিসেবে নামার সময় সে অধিনায়ক ছিল। হ্যাঁ, সামনে সেই থাকবে।

বার্সেলোনায় মেসি নিয়মিত নেতৃত্ব দিয়েছেন। তবে প্যারিস সেন্ট জার্মেইতে কখনও অধিনায়ক হননি। আর আর্জেন্টিনার অধিনায়কত্ব করে তো গত ডিসেম্বরে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছেন। তার মতো হাই প্রোফাইল খেলোয়াড় মায়ামির অধিনায়ক হওয়াটা অবাক হওয়ার মতো কিছু নয়।