Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে সবার শীর্ষে মেহজাবীন চৌধুরী!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই মেহজাবীন চৌধুরীর। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দা ও ওটিটি মাধ্যমে এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। যাকে বলা হয় দেশের সর্বাধিক দর্শকের তারকা। এ অর্জনের মধ্য দিয়ে মেহজাবীনের অসংখ্য রেকর্ডের খাতায় এবার যুক্ত হল নতুন অধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনিতেই সবচেয়ে বেশি ফলোয়ার তার।

দেশের প্রথম ব্যক্তি হিসেবে এ তারকার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন বা ৫০ লাখের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের আর কোন তারকা কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতটা অনুসারী নেই।

৪০ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে এ মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া, যার বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি।

এ বিষয়ে মেহজাবীন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের আলাদা একটা অডিয়েন্স আছে, তারা আমাকে অনুসরণ করে এটা আমার জন্য ভালো লাগার। আজকে ৫০ লাখ পূর্ণ হলো, এটা অন্যরকম এক ভালো লাগা সেইসাথে বাড়তি পাওয়া। যারা আমাকে অনুসরণ করছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই।

মেহজাবীন বলেন, আমার এই আইডিটা অনেক আগে খুলেছিলাম, ২০১২ সালে। তখন প্রায় কয়েক বছর এটার প্রাইভেসি প্রাইভেট করে রেখেছিলাম। তা নাহলে এতদিনে হয়তো আরও অনেক বেশি অনুসারী হতো। তখন শুধু আমার কাছের কয়েকজন কয়েকজনই ছিলেন আইডিতে।

ইনস্টাগ্রামে শীর্ষে মেহজাবীন

এরপর ২০১৭ সালের দিকে এটার প্রাইভেসি পাবলিক করি। যখন কাজে নিয়মিত হলাম এবং বিভিন্ন প্রোডাক্টসের শুভেচ্ছাদূত হওয়া, ইনস্টাতে তাদের প্রোডাক্ট প্রমোশন করার বিষয়ে ডিমান্ড আসতে শুরু করলো যে, এ মাধ্যমেও একটা আলাদা অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব। তখন সেটা সবার জন্য উন্মুক্ত করি। এ মাধ্যমেও দর্শকের কাছাকাছি পৌঁছানো যায়, কাজের প্রমোশন করা যায়, তাদেরকে যেকোন বার্তা দেওয়া যায়। যারা এভাবেই সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

রেকর্ড গড়া যেন মেহজাবীনের জন্য এখন পানির মত সহজ হয়ে দাঁড়িয়েছে। প্রতিভার গুণে নিজের ঝুলি ভারী করছেন অর্জনের পাল্লায়। শুধু অভিনয় গুণেই নয়, অনুসারীর দিক থেকেও এখন সর্বসেরা এ তারকা।

বাংলাদেশের আর কোনো তারকা, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতো সংখ্যক অনুসারী নেই বলে দাবি করেছেন মেহজাবীন। অর্জনটি কেক কেটে ঘরোয়া আয়োজনের মাধ্যমে উদযাপনও করেছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ইনস্টাগ্রামে সবার শীর্ষে মেহজাবীন চৌধুরী!

প্রকাশের সময় : ০২:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : 

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই মেহজাবীন চৌধুরীর। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দা ও ওটিটি মাধ্যমে এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। যাকে বলা হয় দেশের সর্বাধিক দর্শকের তারকা। এ অর্জনের মধ্য দিয়ে মেহজাবীনের অসংখ্য রেকর্ডের খাতায় এবার যুক্ত হল নতুন অধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনিতেই সবচেয়ে বেশি ফলোয়ার তার।

দেশের প্রথম ব্যক্তি হিসেবে এ তারকার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন বা ৫০ লাখের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের আর কোন তারকা কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতটা অনুসারী নেই।

৪০ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে এ মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া, যার বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি।

এ বিষয়ে মেহজাবীন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের আলাদা একটা অডিয়েন্স আছে, তারা আমাকে অনুসরণ করে এটা আমার জন্য ভালো লাগার। আজকে ৫০ লাখ পূর্ণ হলো, এটা অন্যরকম এক ভালো লাগা সেইসাথে বাড়তি পাওয়া। যারা আমাকে অনুসরণ করছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই।

মেহজাবীন বলেন, আমার এই আইডিটা অনেক আগে খুলেছিলাম, ২০১২ সালে। তখন প্রায় কয়েক বছর এটার প্রাইভেসি প্রাইভেট করে রেখেছিলাম। তা নাহলে এতদিনে হয়তো আরও অনেক বেশি অনুসারী হতো। তখন শুধু আমার কাছের কয়েকজন কয়েকজনই ছিলেন আইডিতে।

ইনস্টাগ্রামে শীর্ষে মেহজাবীন

এরপর ২০১৭ সালের দিকে এটার প্রাইভেসি পাবলিক করি। যখন কাজে নিয়মিত হলাম এবং বিভিন্ন প্রোডাক্টসের শুভেচ্ছাদূত হওয়া, ইনস্টাতে তাদের প্রোডাক্ট প্রমোশন করার বিষয়ে ডিমান্ড আসতে শুরু করলো যে, এ মাধ্যমেও একটা আলাদা অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব। তখন সেটা সবার জন্য উন্মুক্ত করি। এ মাধ্যমেও দর্শকের কাছাকাছি পৌঁছানো যায়, কাজের প্রমোশন করা যায়, তাদেরকে যেকোন বার্তা দেওয়া যায়। যারা এভাবেই সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

রেকর্ড গড়া যেন মেহজাবীনের জন্য এখন পানির মত সহজ হয়ে দাঁড়িয়েছে। প্রতিভার গুণে নিজের ঝুলি ভারী করছেন অর্জনের পাল্লায়। শুধু অভিনয় গুণেই নয়, অনুসারীর দিক থেকেও এখন সর্বসেরা এ তারকা।

বাংলাদেশের আর কোনো তারকা, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতো সংখ্যক অনুসারী নেই বলে দাবি করেছেন মেহজাবীন। অর্জনটি কেক কেটে ঘরোয়া আয়োজনের মাধ্যমে উদযাপনও করেছেন তিনি।