Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে দুটি পৃথক অভিযানে প্রায় ৭৫০ অভিবাসীকে উদ্ধার করলো

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে দুটি পৃথক অভিযানে প্রায় ৭৫০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। তিউনিসিয়া থেকে সাগর পাড়ি ইতালি পৌঁছার চেষ্টার সময়অন্তত ৫ জন নিহত ও ৩৩ জন নিখোঁজের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এই অভিবাসীদের উদ্ধার করা হলো।

শুক্রবার (২৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোস্ট গার্ড বলেছে, ক্যালাব্রিয়া অঞ্চলে তীর থেকে প্রায় ১৬৭ কিলোমিটার দূরে এক মাছ ধরার নৌকা থেকে ২৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সিসিলির দক্ষিণাঞ্চলে সিরাকুজের উপকূলে আরেকটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৪৫০জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় নৌকাটি সাগরে চলাচলের জন্য প্রায় অনুপযুক্ত ছিল। উদ্ধার অভিযানে তিনটি কার্গো জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স-এর একটি টহল বোট অংশগ্রহণ করে।

২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়া অঞ্চলে অন্তত ৮৮ জন নিহত ও দশ জনের বেশি নিখোঁজ হওয়ার পর ভূমধ্যসাগরে ইতালির উদ্ধার অভিযান নজরদারিতে রয়েছে। সূত্র : রয়টার্স।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ইতালিতে দুটি পৃথক অভিযানে প্রায় ৭৫০ অভিবাসীকে উদ্ধার করলো

প্রকাশের সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে দুটি পৃথক অভিযানে প্রায় ৭৫০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। তিউনিসিয়া থেকে সাগর পাড়ি ইতালি পৌঁছার চেষ্টার সময়অন্তত ৫ জন নিহত ও ৩৩ জন নিখোঁজের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এই অভিবাসীদের উদ্ধার করা হলো।

শুক্রবার (২৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোস্ট গার্ড বলেছে, ক্যালাব্রিয়া অঞ্চলে তীর থেকে প্রায় ১৬৭ কিলোমিটার দূরে এক মাছ ধরার নৌকা থেকে ২৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সিসিলির দক্ষিণাঞ্চলে সিরাকুজের উপকূলে আরেকটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৪৫০জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় নৌকাটি সাগরে চলাচলের জন্য প্রায় অনুপযুক্ত ছিল। উদ্ধার অভিযানে তিনটি কার্গো জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স-এর একটি টহল বোট অংশগ্রহণ করে।

২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়া অঞ্চলে অন্তত ৮৮ জন নিহত ও দশ জনের বেশি নিখোঁজ হওয়ার পর ভূমধ্যসাগরে ইতালির উদ্ধার অভিযান নজরদারিতে রয়েছে। সূত্র : রয়টার্স।