বিনোদন ডেস্ক :
ধূমপানের অভ্যাস শাহরুখ খানের পুরোনো। অনেকবারই সিগেরেটে টান দিতে গিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন; যা নিয়ে বিতর্কের মুখেও পড়েছেন কিং খান। একই ঘটনা ঘটেছে আবারও।
শনিবার (২৩ মার্চ) রাতে কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে (আইপিএল) মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
খেলায় কলকাতা জিতলেও শাহরুখের ধূমপানের ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে প্রবল বিতর্ক। একটি ভিডিওতে নিয়েই মূলত সমালোচনার মুখে পড়েন।
ধূসর রঙের টি-শার্টের সঙ্গে চোখে কালো চশমা পরে এদিন ইডিনে দেখা গেছে বলিউড বাদশাহকে। কলকাতার ইনিংস চলাকালীন স্টেডিয়ামের করপোরেট বক্সে বসে ম্যাচ উপভোগ করছিলেন শাহরুখ। এ সময় তাঁর ধূমপানের একটি মুহূর্ত বন্ধী হয় টেলিভিশনের ক্যামেরায়, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল।
ভিডিওটি সম্ভবত ইডেনের ভিভিআইপি গ্যালারির এবং ম্যাচ চলাকালীন টেলিভিশনের ক্যামেরায় তোলা। তবে তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শাহরুখের যে ধূমপানের অভ্যাস রয়েছে, তা অনেকেই জানেন। কিন্তু তা বলে স্টেডিয়ামের ভেতরে? গ্যালারিতে বসে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।
এক্সে শাহরুখের সমালোচনা করে একজন লিখেছেন, ‘এই তো শাহরুখ খান, বলিউড অভিনেতা আর কেকেআর টিমের অন্যতম কর্ণধার। প্রকাশ্যেই ধূমপান করছে, যা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিসিসিআই মাঠের ভেতরে ধূমপান করতে দিচ্ছে? এমন ঘটনা তো তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা মেনে নেওয়া যায় না। শাহরুখ খান, আপনার লজ্জা হওয়া উচিত।’
আইপিএলে বিতর্ক শাহরুখের জন্য নতুন নয়। এর আগেও ২০১২ সালে আইপিএলের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ধূমপান করার সময় ফ্রেমবন্দী হয়েছিলেন শাহরুখ। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে ধূমপান করতে দেখা গিয়েছিল তাঁকে। এ বিষয়ে জয়পুরের স্থানীয় আদালতে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল।