Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইকুয়েডরের বিপক্ষে ইতালির সহজ জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ল্যাতিন আমেরিকার দল ইকুয়েডরের বিপক্ষে সহজ জয় পেয়েছে গত আসরের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের শুরু ও শেষের গোলে ২-০ গোলে জিতেছে আজ্জুরিরা।

রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত হয় এ ম্যাচ। খেলায় ২-০ গোলে ইকুয়েডরকে হারায় লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা। ম্যাচের আগে গত মঙ্গলবার মারা যাওয়া ফিওরেন্টিনার পরিচালক জো ব্যারোনের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সবশেষ চার ম্যাচে অপরাজিত ছিল ইকুয়েডর। কিন্তু এদিন শুরুতেই গোল হজম করে দলটি। ম্যাচের তৃতীয় মিনিটে ডি বক্সের বাইরে থেকে লরেঞ্জো পেলেগ্রিনির জোরালো শটে লিড নেয় ইতালি। ১৬ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি জানলোলো। প্রথমার্ধের বাকি সময়ে আরও কিছু জোরালো আক্রমণ তৈরি করেও গোলের দেখা পায়নি আজ্জুরিরা।

বিরতির পর ৬০ মিনিটে ইকুয়েডরের জেরেমি সারমিয়েন্তো ও ৮৩ মিনিটে ইতালির মাতেও রেতেগুই সুযোগ মিস করেন গোলের। তাতে ১-০ গোলের ব্যবধান নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর যোগ করা সময়ে (৯০+৪) ইতালির নিকোলো বারেলা গোল করে ব্যবধান বাড়ান। এ সময় ডানদিক থেকে রিকার্ডো অরসোলিনির বাড়িয়ে দেওয়া বল ঢুকে পড়ে বক্সের মধ্যে। সেটাতে ডান পায়ের শট নিয়ে ইকুয়েডরের গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান বারেলা। তাতে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় দুইবারের ইউরো জয়ীদের।

ইকুয়েডর গোলের লড়াইয়ে না পারলেও ইতালির বিপক্ষে লড়াই চালিয়েছিল। লাতিন দলটি ৫১ শতাংশ বল পায়ে রেখে খেলেছে। ইতালির ৯ আক্রমণের বিপরীতে ১০টি আক্রমণ তুলেছে তারা। কিন্তু গোলের লক্ষ্যে একটির বেশি শট নিতে পারেনি।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই আরেক লাতিন দেশ ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছিল ইতালি। আগামী জুনে ইউরোর আগে তুরস্ক ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে জুনের ৫ ও ১০ তারিখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পরিবেশের টেকসই উন্নয়নে অভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

ইকুয়েডরের বিপক্ষে ইতালির সহজ জয়

প্রকাশের সময় : ১২:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ল্যাতিন আমেরিকার দল ইকুয়েডরের বিপক্ষে সহজ জয় পেয়েছে গত আসরের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের শুরু ও শেষের গোলে ২-০ গোলে জিতেছে আজ্জুরিরা।

রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত হয় এ ম্যাচ। খেলায় ২-০ গোলে ইকুয়েডরকে হারায় লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা। ম্যাচের আগে গত মঙ্গলবার মারা যাওয়া ফিওরেন্টিনার পরিচালক জো ব্যারোনের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সবশেষ চার ম্যাচে অপরাজিত ছিল ইকুয়েডর। কিন্তু এদিন শুরুতেই গোল হজম করে দলটি। ম্যাচের তৃতীয় মিনিটে ডি বক্সের বাইরে থেকে লরেঞ্জো পেলেগ্রিনির জোরালো শটে লিড নেয় ইতালি। ১৬ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি জানলোলো। প্রথমার্ধের বাকি সময়ে আরও কিছু জোরালো আক্রমণ তৈরি করেও গোলের দেখা পায়নি আজ্জুরিরা।

বিরতির পর ৬০ মিনিটে ইকুয়েডরের জেরেমি সারমিয়েন্তো ও ৮৩ মিনিটে ইতালির মাতেও রেতেগুই সুযোগ মিস করেন গোলের। তাতে ১-০ গোলের ব্যবধান নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর যোগ করা সময়ে (৯০+৪) ইতালির নিকোলো বারেলা গোল করে ব্যবধান বাড়ান। এ সময় ডানদিক থেকে রিকার্ডো অরসোলিনির বাড়িয়ে দেওয়া বল ঢুকে পড়ে বক্সের মধ্যে। সেটাতে ডান পায়ের শট নিয়ে ইকুয়েডরের গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান বারেলা। তাতে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় দুইবারের ইউরো জয়ীদের।

ইকুয়েডর গোলের লড়াইয়ে না পারলেও ইতালির বিপক্ষে লড়াই চালিয়েছিল। লাতিন দলটি ৫১ শতাংশ বল পায়ে রেখে খেলেছে। ইতালির ৯ আক্রমণের বিপরীতে ১০টি আক্রমণ তুলেছে তারা। কিন্তু গোলের লক্ষ্যে একটির বেশি শট নিতে পারেনি।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই আরেক লাতিন দেশ ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছিল ইতালি। আগামী জুনে ইউরোর আগে তুরস্ক ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে জুনের ৫ ও ১০ তারিখ।