Dhaka বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউনূস-তারেক বৈঠক ‘অনাদিকাল পর্যন্ত’ গণতন্ত্রকে এগিয়ে নেবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আসন্ন বৈঠকটি ‘অনাদিকাল পর্যন্ত’ দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সে বিষয়টি আড়াল করতেই তারেক রহমান ও মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে থাকা সম্পত্তি জব্দের বিষয়টি সামনে এনে বলেন, নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার করছে। তিনি পাচার করা অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারীদের বিচারের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিং ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নুরকে দেখতে বাসায় গেলেন বিএনপি নেতা আমির খসরু

ইউনূস-তারেক বৈঠক ‘অনাদিকাল পর্যন্ত’ গণতন্ত্রকে এগিয়ে নেবে : রিজভী

প্রকাশের সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আসন্ন বৈঠকটি ‘অনাদিকাল পর্যন্ত’ দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সে বিষয়টি আড়াল করতেই তারেক রহমান ও মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে থাকা সম্পত্তি জব্দের বিষয়টি সামনে এনে বলেন, নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার করছে। তিনি পাচার করা অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারীদের বিচারের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিং ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।