Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকে দিলো হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউরোপিয়ান ইউনিয়নে ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করতে ইইউ নেতারা সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকে দিল হাঙ্গেরি। কিয়েভের সাথে আনুষ্ঠানিকভাবে ইইউ সদস্যপদ আলোচনার কয়েক ঘণ্টা পর এ সহায়তা আটকে দেওয়া হল।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইইউ নেতারা ইউক্রেনের সঙ্গে ইইউ এর সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পরই এই সহায়তা অবরোধের ঘোষণা আসে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজেই জানিয়েছেন তা।

তিনি বলেন, নাইটশিফ্টের সারসংক্ষেপ: ইউক্রেনের জন্য অতিরিক্ত অর্থে ভেটো।

ইইউ নেতারা বলছেন আগামী বছরের শুরুতে ইউক্রেনে সহায়তা প্যাকেজ নিয়ে আবার আলোচনা শুরু হবে।

ব্রাসেলসে নেতারা বৈঠকে বলেছেন- অরবান ইউক্রেন সরকারের জন্য অতিরিক্ত তহবিল সমর্থন করতে অস্বীকার করার পর বিষয়টি পুনর্বিবেচনা করবে কারণ এটি তার ভূখণ্ড থেকে রাশিয়ান বাহিনীকে সরিয়ে দেওয়ার জন্য লড়াই করছে।

দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইইউ এবং মার্কিন অর্থায়নের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউক্রেন।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এখনও কিছু সময় আছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের অর্থের অভাব হবে না।

তিনি বলেন, আমরা ২৬টি দেশের সাথে একমত হয়েছি। ভিক্টর অরবান, হাঙ্গেরি, এখনও তা করতে সক্ষম হননি। আমি মোটামুটি আত্মবিশ্বাসী যে আমরা পরের বছরের শুরুতে একটি চুক্তি পেতে পারি। আমরা জানুয়ারির শেষের দিকে চিন্তা করছি।”

রুটে বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আরেকটি শীর্ষ সম্মেলন ডাকা হবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু জোর দিয়েছিলেন আর্থিক সহায়তা অত্যাবশ্যক।

ইউক্রেন, মলদোভা এবং জর্জিয়া এই তিন দেশকে ইইউ সদস্যপদ দেওয়ার আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ভিক্টর অরবান ইউক্রেনে সহায়তা প্যাকেজ আটকে দেওয়ার গোষণা দেন। হাঙ্গেরি আগে থেকেই ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার বিরোধিতা করে আসছে।

ইউরোপিয়ান কাউন্সিলে গতকালের বৈঠকে ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার বিষয়টি উত্থাপিত হতেই আলোচনার টেবিল ত্যাগ করেন ভিক্টর। যদিও বাকি ২৬ দেশের নেতারা আলোচনা চালিয়ে যান। তবে এর আগেই ইউক্রেনের জন্য ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকেদেন তিনি।

ইউরোপিয়ান কাউন্সিলে চার্লস মিশেল অবশ্য ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি একে তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করছেন।

এদিকে, ৬ হাজার ১০০ কোটি ডলার মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন পেতে মরিয়া হয়ে পড়েছে ইউক্রেন। তবে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে বড় ধরণের মতবিরোধের কারণে সেটিও বিলম্বিত হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইউক্রেনের ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকে দিলো হাঙ্গেরি

প্রকাশের সময় : ০১:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউরোপিয়ান ইউনিয়নে ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করতে ইইউ নেতারা সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকে দিল হাঙ্গেরি। কিয়েভের সাথে আনুষ্ঠানিকভাবে ইইউ সদস্যপদ আলোচনার কয়েক ঘণ্টা পর এ সহায়তা আটকে দেওয়া হল।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইইউ নেতারা ইউক্রেনের সঙ্গে ইইউ এর সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পরই এই সহায়তা অবরোধের ঘোষণা আসে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজেই জানিয়েছেন তা।

তিনি বলেন, নাইটশিফ্টের সারসংক্ষেপ: ইউক্রেনের জন্য অতিরিক্ত অর্থে ভেটো।

ইইউ নেতারা বলছেন আগামী বছরের শুরুতে ইউক্রেনে সহায়তা প্যাকেজ নিয়ে আবার আলোচনা শুরু হবে।

ব্রাসেলসে নেতারা বৈঠকে বলেছেন- অরবান ইউক্রেন সরকারের জন্য অতিরিক্ত তহবিল সমর্থন করতে অস্বীকার করার পর বিষয়টি পুনর্বিবেচনা করবে কারণ এটি তার ভূখণ্ড থেকে রাশিয়ান বাহিনীকে সরিয়ে দেওয়ার জন্য লড়াই করছে।

দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইইউ এবং মার্কিন অর্থায়নের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউক্রেন।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এখনও কিছু সময় আছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের অর্থের অভাব হবে না।

তিনি বলেন, আমরা ২৬টি দেশের সাথে একমত হয়েছি। ভিক্টর অরবান, হাঙ্গেরি, এখনও তা করতে সক্ষম হননি। আমি মোটামুটি আত্মবিশ্বাসী যে আমরা পরের বছরের শুরুতে একটি চুক্তি পেতে পারি। আমরা জানুয়ারির শেষের দিকে চিন্তা করছি।”

রুটে বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আরেকটি শীর্ষ সম্মেলন ডাকা হবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু জোর দিয়েছিলেন আর্থিক সহায়তা অত্যাবশ্যক।

ইউক্রেন, মলদোভা এবং জর্জিয়া এই তিন দেশকে ইইউ সদস্যপদ দেওয়ার আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ভিক্টর অরবান ইউক্রেনে সহায়তা প্যাকেজ আটকে দেওয়ার গোষণা দেন। হাঙ্গেরি আগে থেকেই ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার বিরোধিতা করে আসছে।

ইউরোপিয়ান কাউন্সিলে গতকালের বৈঠকে ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার বিষয়টি উত্থাপিত হতেই আলোচনার টেবিল ত্যাগ করেন ভিক্টর। যদিও বাকি ২৬ দেশের নেতারা আলোচনা চালিয়ে যান। তবে এর আগেই ইউক্রেনের জন্য ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকেদেন তিনি।

ইউরোপিয়ান কাউন্সিলে চার্লস মিশেল অবশ্য ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি একে তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করছেন।

এদিকে, ৬ হাজার ১০০ কোটি ডলার মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন পেতে মরিয়া হয়ে পড়েছে ইউক্রেন। তবে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে বড় ধরণের মতবিরোধের কারণে সেটিও বিলম্বিত হচ্ছে।