Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডের সাদা বলের কোচের পদ ছাড়লেন মট

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের সীমিত ওভারের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যাথু মট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক সংবাদে এ তথ্য জানা যায়। মটের বিদায়ে জস বাটলারদের অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব পালন করবেন দলটির সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে চার বছরের চুক্তি ছিল মটের। ২০২২ সালের মে মাসে চার বছরের জন্য ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হিসেবে নিয়োগ পান তিনি। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান। তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বেশ সমালোচিত হন। ২০১৯ সালের চ্যাম্পিয়নদের ২০২৩ সালে ভরাডুবি হয়। ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জেতে ইংল্যান্ড, এর মধ্যে দুটি জয় আবার বিদায় নিশ্চিত হওয়ার পর। মূলত এ কারণেই দুই বছর বাকি থাকতেই নিজেকে সরিয়ে নিলেন মট।

গত রবিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কে’র সঙ্গে সাক্ষাৎ করেন মট। সেখানে গত ৯ মাসে কুড়ি কুড়ির খেলায় দলের জয়-পরাজয়ের গ্রাফ নিয়ে আলোচনা করেন। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীকালে সাংবাদিকদের মট বলেন, আমি গর্বিত ইংল্যান্ডের মতো একটি দলের প্রধান কোচের দায়িত্বে ছিলাম। সফলতার জন্য আমরা সবকিছুই করেছি। আমি সত্যিই গর্বিত যে, এমন একটি পদে ছিলাম। দায়িত্বকালে ২০২২ সালে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।

বিদায়কালে কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, খেলোয়াড় এবং ইংল্যান্ডের সমর্থকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মট। বলেছেন, এখানে অনেক স্মৃতি, অনেক বন্ধু, সবাইকে ছেড়ে যেতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাদেরও। সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলব না। যারা সর্বদা আমাদের সমর্থন করেছে। বিশ্বজুড়ে যেখানেই ভ্রমণ করেছি, সেখানেই দুর্দান্ত সমর্থন দিয়েছেন তারা।

২০২২ সালে চুক্তিবদ্ধের পর অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জেতে অস্ট্রেলিয়া। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ ফল না আনতে পারায় প্রশ্নবিদ্ধ হন মট। এরপর স্বেচ্ছায় সরে দাঁড়ান।

মটের বিদায় এবং ইংল্যান্ডের রিপ্লেসমেন্ট হিসেবে দ্রুতই নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে ম্যানেজিং ডিরেক্টর রব কে বলেন, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এ সময় অন্তর্র্বতীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে। তা ছাড়া দলে অভিজ্ঞ জস বাটলার রয়েছেন, তিনি সাহায্য করবেন।

দায়িত্বপ্রাপ্তির পর ট্রেসকোথিক বলেছেন, ইংল্যান্ড ক্রিকেট দল ভালো অবস্থানে আছে। দলটিতে উদীয়মান অনেক মুখের ভিড়। আমি উচ্ছ্বসিত নতুন দায়িত্ব পেয়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না : প্রেস সচিব

ইংল্যান্ডের সাদা বলের কোচের পদ ছাড়লেন মট

প্রকাশের সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের সীমিত ওভারের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যাথু মট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক সংবাদে এ তথ্য জানা যায়। মটের বিদায়ে জস বাটলারদের অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব পালন করবেন দলটির সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে চার বছরের চুক্তি ছিল মটের। ২০২২ সালের মে মাসে চার বছরের জন্য ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হিসেবে নিয়োগ পান তিনি। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান। তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বেশ সমালোচিত হন। ২০১৯ সালের চ্যাম্পিয়নদের ২০২৩ সালে ভরাডুবি হয়। ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জেতে ইংল্যান্ড, এর মধ্যে দুটি জয় আবার বিদায় নিশ্চিত হওয়ার পর। মূলত এ কারণেই দুই বছর বাকি থাকতেই নিজেকে সরিয়ে নিলেন মট।

গত রবিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কে’র সঙ্গে সাক্ষাৎ করেন মট। সেখানে গত ৯ মাসে কুড়ি কুড়ির খেলায় দলের জয়-পরাজয়ের গ্রাফ নিয়ে আলোচনা করেন। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীকালে সাংবাদিকদের মট বলেন, আমি গর্বিত ইংল্যান্ডের মতো একটি দলের প্রধান কোচের দায়িত্বে ছিলাম। সফলতার জন্য আমরা সবকিছুই করেছি। আমি সত্যিই গর্বিত যে, এমন একটি পদে ছিলাম। দায়িত্বকালে ২০২২ সালে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।

বিদায়কালে কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, খেলোয়াড় এবং ইংল্যান্ডের সমর্থকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মট। বলেছেন, এখানে অনেক স্মৃতি, অনেক বন্ধু, সবাইকে ছেড়ে যেতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাদেরও। সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলব না। যারা সর্বদা আমাদের সমর্থন করেছে। বিশ্বজুড়ে যেখানেই ভ্রমণ করেছি, সেখানেই দুর্দান্ত সমর্থন দিয়েছেন তারা।

২০২২ সালে চুক্তিবদ্ধের পর অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জেতে অস্ট্রেলিয়া। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ ফল না আনতে পারায় প্রশ্নবিদ্ধ হন মট। এরপর স্বেচ্ছায় সরে দাঁড়ান।

মটের বিদায় এবং ইংল্যান্ডের রিপ্লেসমেন্ট হিসেবে দ্রুতই নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে ম্যানেজিং ডিরেক্টর রব কে বলেন, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এ সময় অন্তর্র্বতীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে। তা ছাড়া দলে অভিজ্ঞ জস বাটলার রয়েছেন, তিনি সাহায্য করবেন।

দায়িত্বপ্রাপ্তির পর ট্রেসকোথিক বলেছেন, ইংল্যান্ড ক্রিকেট দল ভালো অবস্থানে আছে। দলটিতে উদীয়মান অনেক মুখের ভিড়। আমি উচ্ছ্বসিত নতুন দায়িত্ব পেয়ে।