Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডের প্রধান কোচের পদ ছাড়লেন গ্যারেথ সাউথগেট

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ২০৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই জানিয়েছিলেন এবার শিরোপা জিততে ব্যর্থ হলে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ানে গ্যারেথ সাউথগেট। ইউরোতে টানা দ্বিতীয় আসরের ফাইনালে হারের পর, অনেক সাবেকদের সমালোচনার মুখে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন গ্যারেথ সাউথগেট। পদত্যাগ করে জানালেন, পরিবর্তনের প্রয়োজন’।

মঙ্গলবার (১৬ জুলাই) আনুষ্ঠানিক বিবৃতিতে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন সাউথগেট।

সাউথগেট বলেন, একজন গর্বিত ইংলিশম্যাচ হিসেবে, ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ড দলকে কোচিং করানো আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। আমার কাছে এটা সবকিছু পাওয়ার মতো এবং এর জন্য আমি আমার সবকিছু দিয়েছি। কিন্তু, এখন সময়টা পরিবর্তনের, নতুন একটা অধ্যায় শুরুর।

সদ্য শেষ হওয়া এবারের ইউরোয় পারফরম্যান্সে একেবারেই সমর্থকদের মন ভরাতে পারেনি ইংল্যান্ড দল। আসর চলাকালেই তাদের ঘিরে চারিদিকে সমালোচনা শুরু হয়। নিজ সমর্থকদের থেকে দুয়ো শুনতে হয় সাউথগেটকে। তবে, কষ্টে গ্রুপ পর্বের বৈতরনী পার হওয়ার পর, নকআউট পর্বে প্রতি ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠে তার দল।

আর গত রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে ভাঙে তাদের শিরোপা স্বপ্ন। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির জন্য তাদের অপেক্ষা বাড়ল আরও।

তার সঙ্গে ইংল্যান্ডের চুক্তির মেয়াদ এই বছরের পরের দিকে শেষ হতো। তার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সাউথগেট।

ইংল্যান্ড দলকে বিদায় জানিয়ে সাউথগেট বলেন, জার্মানিতে আমরা যে স্কোয়াড নিয়ে গিয়েছিলাম, সেটা দারুণ সব তরুণ প্রতিভায় ভরা এবং আমরা যেই স্বপ্ন এতদিন দেখে আসছি তারা সেটা জেতাতে পারে। সারা বিশ্বের মধ্যে আমাদের সমর্থকরা সবচেয়ে সেরা এবং তাদের সমর্থন আমার কাছে ছিল সবকিছু। আমি একজন ইংল্যান্ড সমর্থক এবং সারাজীবন তাই থাকব।

২০১৬ সালের সেপ্টেম্বরে স্যাম অ্যালারডাইসের উত্তরসূরি হিসেবে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ৫৩ বছর বয়সী গ্যারেথ সাউথগেট। দায়িত্ব ছাড়ার আগে ৪টি মেজর টুর্নামেন্টে ইংল্যান্ডকে সাফল্যর পথে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারেই ফিরতে হয়েছে শূন্য হাতে। ২০২০ সালের পর ২০২৪ সালের ইউরোর ফাইনাল হারে ইংল্যান্ড। তার অধীনে গত আট বছরে সাবেক এই ফুটবলারের কোচিংয়ে ১০২টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডকে ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালে তোলা গ্যারেথ সাউথগেটের হাতধরে থ্রি-লায়ন্সরা উয়েফা নেশন্স লিগে তৃতীয় স্থান পেয়েছিল। এছাড়া দলকে ২০২০ ও ২০২৪ সালের ইউরোর ফাইনালে তুলেছেন এ কোচ। ২০২০ সালের ইতালির কাছে এবং ২০২৪ সালে স্পেনের কাছে হারতে হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইংল্যান্ডের প্রধান কোচের পদ ছাড়লেন গ্যারেথ সাউথগেট

প্রকাশের সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই জানিয়েছিলেন এবার শিরোপা জিততে ব্যর্থ হলে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ানে গ্যারেথ সাউথগেট। ইউরোতে টানা দ্বিতীয় আসরের ফাইনালে হারের পর, অনেক সাবেকদের সমালোচনার মুখে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন গ্যারেথ সাউথগেট। পদত্যাগ করে জানালেন, পরিবর্তনের প্রয়োজন’।

মঙ্গলবার (১৬ জুলাই) আনুষ্ঠানিক বিবৃতিতে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন সাউথগেট।

সাউথগেট বলেন, একজন গর্বিত ইংলিশম্যাচ হিসেবে, ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ড দলকে কোচিং করানো আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। আমার কাছে এটা সবকিছু পাওয়ার মতো এবং এর জন্য আমি আমার সবকিছু দিয়েছি। কিন্তু, এখন সময়টা পরিবর্তনের, নতুন একটা অধ্যায় শুরুর।

সদ্য শেষ হওয়া এবারের ইউরোয় পারফরম্যান্সে একেবারেই সমর্থকদের মন ভরাতে পারেনি ইংল্যান্ড দল। আসর চলাকালেই তাদের ঘিরে চারিদিকে সমালোচনা শুরু হয়। নিজ সমর্থকদের থেকে দুয়ো শুনতে হয় সাউথগেটকে। তবে, কষ্টে গ্রুপ পর্বের বৈতরনী পার হওয়ার পর, নকআউট পর্বে প্রতি ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠে তার দল।

আর গত রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে ভাঙে তাদের শিরোপা স্বপ্ন। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির জন্য তাদের অপেক্ষা বাড়ল আরও।

তার সঙ্গে ইংল্যান্ডের চুক্তির মেয়াদ এই বছরের পরের দিকে শেষ হতো। তার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সাউথগেট।

ইংল্যান্ড দলকে বিদায় জানিয়ে সাউথগেট বলেন, জার্মানিতে আমরা যে স্কোয়াড নিয়ে গিয়েছিলাম, সেটা দারুণ সব তরুণ প্রতিভায় ভরা এবং আমরা যেই স্বপ্ন এতদিন দেখে আসছি তারা সেটা জেতাতে পারে। সারা বিশ্বের মধ্যে আমাদের সমর্থকরা সবচেয়ে সেরা এবং তাদের সমর্থন আমার কাছে ছিল সবকিছু। আমি একজন ইংল্যান্ড সমর্থক এবং সারাজীবন তাই থাকব।

২০১৬ সালের সেপ্টেম্বরে স্যাম অ্যালারডাইসের উত্তরসূরি হিসেবে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ৫৩ বছর বয়সী গ্যারেথ সাউথগেট। দায়িত্ব ছাড়ার আগে ৪টি মেজর টুর্নামেন্টে ইংল্যান্ডকে সাফল্যর পথে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারেই ফিরতে হয়েছে শূন্য হাতে। ২০২০ সালের পর ২০২৪ সালের ইউরোর ফাইনাল হারে ইংল্যান্ড। তার অধীনে গত আট বছরে সাবেক এই ফুটবলারের কোচিংয়ে ১০২টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডকে ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালে তোলা গ্যারেথ সাউথগেটের হাতধরে থ্রি-লায়ন্সরা উয়েফা নেশন্স লিগে তৃতীয় স্থান পেয়েছিল। এছাড়া দলকে ২০২০ ও ২০২৪ সালের ইউরোর ফাইনালে তুলেছেন এ কোচ। ২০২০ সালের ইতালির কাছে এবং ২০২৪ সালে স্পেনের কাছে হারতে হয়েছে।