Dhaka বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডে খরগোশ যুগলের ‘বিলাসবহুল বিয়ে’

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • ২২১ জন দেখেছেন

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে খরগোস যুগলের বিলাসবহুল বিয়ের ভিডিও। মজার সে ভিডিও দেখে হাসিতে লুটিয়ে পড়েছেন অনেকেই। কেউ আবার নানা মজার ক্যাপশন জুড়ে দিয়ে তা শেয়ার করছেন।

জানা গেছে, ইংল্যান্ডের ওই খরগোস দুটির নাম রবার্তো এবং অ্যামির। রবার্তো পাত্র, পাত্রী অ্যামি। একটির উচ্চতা ৩ ফুট, অপরটি ৩ ফুট ৬ ইঞ্চি।

ভিডিওতে দেখা যায়, খরগোস দুটিকে সাজানো হয়েছে বর-কনের মতোই। অ্যামির পরনে বিয়ের সাদা গাউন, রবার্তোর সাদা কোট। খোলা মাঠে পাদরির সামনে হাজির করা হলো তাদের। পাদরি বিবাহবন্ধনের মন্ত্র উচ্চারণ করলেন।

ঠিক যেমনটা হয়ে থাকে কোনও যুগলের বিয়েতে। সে অর্থে অবশ্য অ্যামি, রবার্তো যুগলই। এবার তারা একে অপরের জীবনসঙ্গী হলো।

কিন্তু বিবাহের এ শপথে তাদের মন কোথায়? তারা ব্যস্ত তখন প্রিয় খাবার খেতে। তাদের বিয়ে উপলক্ষে প্রচুর গাজর আনা হয়েছিল। একটা কেকও তৈরি করা হয়েছিল গাজর দিয়ে। অতিথিরা সেই কেক ভাগ করে খান, ছোটে শ্যাম্পেনের ফোয়ারাও।

এমন মহাধূমধামে বিয়ে নিজেরা সেভাবে না বুঝলে তাদের হাবভাবে স্পষ্ট, বেশ মজা পেয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

জনপ্রিয় খবর

আবহাওয়া

নুরকে দেখতে বাসায় গেলেন বিএনপি নেতা আমির খসরু

ইংল্যান্ডে খরগোশ যুগলের ‘বিলাসবহুল বিয়ে’

প্রকাশের সময় : ০৬:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে খরগোস যুগলের বিলাসবহুল বিয়ের ভিডিও। মজার সে ভিডিও দেখে হাসিতে লুটিয়ে পড়েছেন অনেকেই। কেউ আবার নানা মজার ক্যাপশন জুড়ে দিয়ে তা শেয়ার করছেন।

জানা গেছে, ইংল্যান্ডের ওই খরগোস দুটির নাম রবার্তো এবং অ্যামির। রবার্তো পাত্র, পাত্রী অ্যামি। একটির উচ্চতা ৩ ফুট, অপরটি ৩ ফুট ৬ ইঞ্চি।

ভিডিওতে দেখা যায়, খরগোস দুটিকে সাজানো হয়েছে বর-কনের মতোই। অ্যামির পরনে বিয়ের সাদা গাউন, রবার্তোর সাদা কোট। খোলা মাঠে পাদরির সামনে হাজির করা হলো তাদের। পাদরি বিবাহবন্ধনের মন্ত্র উচ্চারণ করলেন।

ঠিক যেমনটা হয়ে থাকে কোনও যুগলের বিয়েতে। সে অর্থে অবশ্য অ্যামি, রবার্তো যুগলই। এবার তারা একে অপরের জীবনসঙ্গী হলো।

কিন্তু বিবাহের এ শপথে তাদের মন কোথায়? তারা ব্যস্ত তখন প্রিয় খাবার খেতে। তাদের বিয়ে উপলক্ষে প্রচুর গাজর আনা হয়েছিল। একটা কেকও তৈরি করা হয়েছিল গাজর দিয়ে। অতিথিরা সেই কেক ভাগ করে খান, ছোটে শ্যাম্পেনের ফোয়ারাও।

এমন মহাধূমধামে বিয়ে নিজেরা সেভাবে না বুঝলে তাদের হাবভাবে স্পষ্ট, বেশ মজা পেয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন