Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করতে পারবে না সরকার, তবে আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৯ আগস্ট) সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আন্দোলনে আক্রান্ত শিক্ষার্থীদের পুনর্বাসন করতে দেশের সব হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে মন্ত্রণালয়। এই যুবকরা পুনর্বাসিত না হলে আমার কেউ সুস্থ থাকব না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে এখন সেগুলো এই আন্দোলনে আহতদের কথা মাথায় রেখে সাজানো হবে।’

তিনি বলেন, যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে তারা এ দেশের শ্রেষ্ঠ তরুণ। আন্দোলনে হতাহতদের স্মরণ রাখার জন্য যা করা দরকার সেটা করা হবে। ৭১ যেমন আমরা ভুলিনি, চব্বিশও কেউ ভুলবে না। তবে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই মূলধারায় ফিরিয়ে এনে নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করা হবে। স্কুলে এবং নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে।

ডাক্তারদের কাজ প্রশংসনীয় জানিয়ে শারমিন এস মুরশিদি বলেন, একসঙ্গে কাজ করে সবার সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করতে পারবে না সরকার, তবে আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৯ আগস্ট) সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আন্দোলনে আক্রান্ত শিক্ষার্থীদের পুনর্বাসন করতে দেশের সব হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে মন্ত্রণালয়। এই যুবকরা পুনর্বাসিত না হলে আমার কেউ সুস্থ থাকব না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে এখন সেগুলো এই আন্দোলনে আহতদের কথা মাথায় রেখে সাজানো হবে।’

তিনি বলেন, যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে তারা এ দেশের শ্রেষ্ঠ তরুণ। আন্দোলনে হতাহতদের স্মরণ রাখার জন্য যা করা দরকার সেটা করা হবে। ৭১ যেমন আমরা ভুলিনি, চব্বিশও কেউ ভুলবে না। তবে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই মূলধারায় ফিরিয়ে এনে নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করা হবে। স্কুলে এবং নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে।

ডাক্তারদের কাজ প্রশংসনীয় জানিয়ে শারমিন এস মুরশিদি বলেন, একসঙ্গে কাজ করে সবার সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা হবে।