Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আসিয়ান ডায়ালগ পার্টনার হতে সহযোগিতা চাইলেন মোমেন

নিজস্ব প্রতিবেদক : 

আসিয়ানের আগামী শীর্ষ সম্মেলনে সংস্থাটির সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের প্রার্থিতাকে সক্রিয় সমর্থনের জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে ড. মোমেন এ আহ্বান জানান।

রোববার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান রিজিওনাল ফোরামে দেওয়া বক্তব্যে আশ্রিত রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ, টেকসই, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিতে আসিয়ান দেশগুলোর শক্তিশালী ও কার্যকর সমর্থন কামনা করেন।

মোমেন গঠনমূলক আলোচনার মাধ্যমে আঞ্চলিকতা এবং বহুপাক্ষিকতাকে শক্তিশালী করার জন্য জোর দেন। তিনি গত এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপনকালে কার্যকর কোভিড ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, টেকসই অবকাঠামোতে বিনিয়োগ, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান তুলে ধরেন।

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’ এ শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দিয়ে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছেন। তিনি আসিয়ান ফোরামের সঙ্গে সম্মিলিতভাবে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে ২৭টি এআরএফ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ৩০তম এআরএফের চেয়ার রেতনো এলপি মারসুদির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। ৩০তম এআরএফে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

আসিয়ান ডায়ালগ পার্টনার হতে সহযোগিতা চাইলেন মোমেন

প্রকাশের সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আসিয়ানের আগামী শীর্ষ সম্মেলনে সংস্থাটির সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের প্রার্থিতাকে সক্রিয় সমর্থনের জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে ড. মোমেন এ আহ্বান জানান।

রোববার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান রিজিওনাল ফোরামে দেওয়া বক্তব্যে আশ্রিত রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ, টেকসই, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিতে আসিয়ান দেশগুলোর শক্তিশালী ও কার্যকর সমর্থন কামনা করেন।

মোমেন গঠনমূলক আলোচনার মাধ্যমে আঞ্চলিকতা এবং বহুপাক্ষিকতাকে শক্তিশালী করার জন্য জোর দেন। তিনি গত এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপনকালে কার্যকর কোভিড ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, টেকসই অবকাঠামোতে বিনিয়োগ, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান তুলে ধরেন।

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’ এ শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দিয়ে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছেন। তিনি আসিয়ান ফোরামের সঙ্গে সম্মিলিতভাবে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে ২৭টি এআরএফ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ৩০তম এআরএফের চেয়ার রেতনো এলপি মারসুদির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। ৩০তম এআরএফে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন।