আন্তর্জাতিক ডেস্ক :
আসামে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন।
বুধবার (৩ জানুয়ারি) ভোরে রাজ্যটির দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে হতাহতের এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং আরও ২৭ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, পিকনিক পার্টির ৪৫ জন সদস্যকে নিয়ে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় ওই বাসটির দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
তারা জানান, পিকনিকে যাওয়ার উদ্দেশে ভোর ৩ টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সাথে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
গোলাঘাটের এসপি রাজেন সিং বলেন, যাত্রীবাহী বাসটি গোলাঘাট জেলার কামারবান্ধা এলাকা থেকে টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। বালিজান এলাকায় পৌঁছালে এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি আসছিল জোড়হাটের দিক থেকে।
তিনি জানান. ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করে দেরগাঁও সিএইচসি’তে পাঠানো হয়। আহত ২৭ জনকে নেওয়া হয় যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আরও দুজন মারা যান।
পুলিশের এ কর্মকর্তা বলেন, আমরা তদন্ত করছি এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।