বিনোদন ডেস্ক :
বলিউড বাদশা শাহরুখ খান। তিন দশকের বর্ণিল ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। শাহরুখ মানেই পর্দায় আগুন ঝড়ানো অভিনয় আর দর্শকদের করতালি। কোটি ভক্তের হৃদয়ের ‘বাজিগর’।
আর এই বাজিগরের ক্যারিয়ারের উত্থানটা হয়েছে ‘বাজিগর’ সিনেমা দিয়েই। এই একটি সিনেমা শাহরুখকে এনে দিয়েছে সর্বোচ্চ সফলতার চাবি। আজও দর্শক হৃদয়ে চিরসবুজ বাজিগর। তবে এবার সিনেমাপ্রেমীদের নতুন সুখবর নিয়ে এলেন বাজিগরের প্রযোজক রতন জৈন।
তিনি জানালেন, ‘বাজিগর ২’ নির্মাণ করবেন তিনি। ‘বাজিগর’ সিনেমার সেই ইতিহাসকে আবারও ফিরিয়ে আনতে চান রতন। আর এই সংবাদে রীতিমতো উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা।
প্রযোজক রতন জৈন বলেন, ‘বাজিগর ২’ নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে। যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত আব্বাস মাস্তান পরিচালিত ’বাজিগর’ হিন্দি সিনেমার জগতে একটি ইতিহাস। এই সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজির ব্যাপার হবে। চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনও কিছু চিন্তা ভাবনা করা হয়নি। আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে এগুবো এবং খুব শীঘ্রই ‘বাজিগর ২’ নিয়ে আসবো দর্শকদের জন্য।
তবে বাজিগরে এবারও শাহরুখ থাকছেন কিনা, সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। শাহরুখ খানও এমন কিছু ঘোষণা করেনি এখনো। সেই সঙ্গে কাজলও থাকবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে নির্মাতার এই ঘোষণা দর্শকদের জন্য সুসংবাদই বটে। শাহরুখ ভক্তরাও চাইছেন দ্বিতীয় কিস্তিতে বলিউড বাদশাকেই পর্দায় দেখতে। কেউ কেউ বাজিগরের সিক্যুয়াল দিয়েই শাহরুখ-কাজলকে ফের পর্দায় দেখার আর্জিও জানাচ্ছেন। এখন সময়ই বলে দেবে, নতুন বাজিগর কেমন জাদু দেখায় দর্শকদের।
চলতি বছর বড় পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে ‘বাদশা’র আগামী ছবি ‘দ্য কিং’ নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান।
জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। ‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তার বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’।
খোদ অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সম্পর্কে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!”