শোবিজ অঙ্গনের আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার জনপ্রিয় এই তারকা সোশ্যাল মিডিয়ায় অনেক সক্রিয়। মাঝে মাঝেই ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী প্রভা। সঙ্গে একটি ক্যাপশনজুড়ে দিয়ে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি।
জনপ্রিয় এই তারকা ছবির ক্যাপশনে লিখেছেন, “আপনি যতোই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে! তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না…।”
প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।
প্রতিনিধির নাম 

























