Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিকখাতে লুটপাটের শ্বেতপত্র সোমবার উন্মুক্ত করা হবে : ড. দেবপ্রিয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২১১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র রোববার (১ ডিসেম্বরÑ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হবে। এবং সোমবার (২ ডিসেম্বর) শ্বেতপত্রটি ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর পল্টনে অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী সোমবার (২ ডিসেম্বর) আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। তার আগের দিন আর্থিক খাত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

তিনি বলেন, ব্যাংক ও জ্বালানিখাতে বড় ধরনের অনিয়মের সন্ধান পাওয়া গেছে। এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, যা শ্বেতপত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করতে একটি মূল্যায়ন কমিটি করে অন্তর্র্বতী সরকার। সচিব, ব্যবসায়ী, নাগরিকসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের সঙ্গে তিন মাস আলোচনা, পর্যালোচনা, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের পর এ-সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আর্থিক খাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

এর আগে, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। এটি সামষ্টিক অর্থনীতির পাশাপাশি খাতওয়ারি পরিস্থিতিও পর্যালোচনা করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আর্থিকখাতে লুটপাটের শ্বেতপত্র সোমবার উন্মুক্ত করা হবে : ড. দেবপ্রিয়

প্রকাশের সময় : ০২:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র রোববার (১ ডিসেম্বরÑ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হবে। এবং সোমবার (২ ডিসেম্বর) শ্বেতপত্রটি ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর পল্টনে অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী সোমবার (২ ডিসেম্বর) আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। তার আগের দিন আর্থিক খাত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

তিনি বলেন, ব্যাংক ও জ্বালানিখাতে বড় ধরনের অনিয়মের সন্ধান পাওয়া গেছে। এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, যা শ্বেতপত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করতে একটি মূল্যায়ন কমিটি করে অন্তর্র্বতী সরকার। সচিব, ব্যবসায়ী, নাগরিকসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের সঙ্গে তিন মাস আলোচনা, পর্যালোচনা, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের পর এ-সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আর্থিক খাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

এর আগে, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। এটি সামষ্টিক অর্থনীতির পাশাপাশি খাতওয়ারি পরিস্থিতিও পর্যালোচনা করছে।