Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের দিন কলম্বিয়ায় সরকারি ছুটি ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর আবারও কলম্বিয়ার সামনে সুবর্ণ সুযোগ। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের কাছাকাছি এখন দলটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা।কলম্বিয়ানদের জন্য দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত খেলেছে কলম্বিয়া। সেমিফাইনালে শক্তিশালি উরুগুয়েকে হারিয়ে দিয়েছে দলটি। শেষ চারের সেই ম্যাচটির বেশিরভাগ সময়ই দশনের দল নিয়ে খেলেছে তাঁরা। এবারের আসর দিয়েই যেন ফুটবলে পুনর্জন্ম হয়েছে দলটির সবথেকে বড় তারকা জেমস রদ্রিগেজের। সব মিলিয়ে তাই কলম্বিয়ানদের কাছে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ন।

ফাইনাল ম্যাচ নিয়ে দেশটির ফুটবলপ্রেমীদের তুমুল আগ্রহের কারণেইও সেদিন নাগরিক ছুটি ঘোষণা করেছে কলম্বিয়ার সরকার। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কিত একটি কাজে। সেখানেই ছুটি ঘোষণা করেন তিনি।

নাগরিক ছুটি ঘোষণা করে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, কলম্বিয়ানদের একতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এই দিনটি সাধারণ ছুটি হিসেবে উদ্যাপন করব। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেন বাড়িতে বসে দিনটি উপভোগ করতে পারেন। নাচ-গানের পাশাপাশি প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, সহকর্মীদের সঙ্গে উপভোগ করা যেন যায়-তাতেই এই ছুটির ব্যবস্থা করা।

উরুগুয়ের বিপক্ষে পরশু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া। সেই ম্যাচে ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। সেমির সেই ন্যক্কারজনক ঘটনা নিয়েও কথা বলেছেন পেদ্রো। কলম্বিয়ার রাষ্ট্রপতি বলেন, ‘কলম্বিয়ার জাতীয় ফুটবল দল কোনো ধরনের সহিংসতার পক্ষে নয় এই দল সব সময় একতার প্রতিনিধিত্ব করে। কলম্বিয়ার জাতীয় পতাকা সব সময় ঐক্যের প্রতিনিধিত্ব করে।

টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া সর্বশেষ ম্যাচ হেরেছিল এই আর্জেন্টিনার বিপক্ষেই। ২০২২ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে হারে হামেস রদ্রিগেজরা। ১৯৯২-৯৪ পর্যন্ত ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল সর্বোচ্চ। কোপার সেমিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ড অতিক্রম করে কলম্বিয়া। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারাতে পারলে দেশটির সরকারি ছুটি উদ্যাপন সার্থক হবে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের দিন কলম্বিয়ায় সরকারি ছুটি ঘোষণা

প্রকাশের সময় : ০৮:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর আবারও কলম্বিয়ার সামনে সুবর্ণ সুযোগ। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের কাছাকাছি এখন দলটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা।কলম্বিয়ানদের জন্য দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত খেলেছে কলম্বিয়া। সেমিফাইনালে শক্তিশালি উরুগুয়েকে হারিয়ে দিয়েছে দলটি। শেষ চারের সেই ম্যাচটির বেশিরভাগ সময়ই দশনের দল নিয়ে খেলেছে তাঁরা। এবারের আসর দিয়েই যেন ফুটবলে পুনর্জন্ম হয়েছে দলটির সবথেকে বড় তারকা জেমস রদ্রিগেজের। সব মিলিয়ে তাই কলম্বিয়ানদের কাছে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ন।

ফাইনাল ম্যাচ নিয়ে দেশটির ফুটবলপ্রেমীদের তুমুল আগ্রহের কারণেইও সেদিন নাগরিক ছুটি ঘোষণা করেছে কলম্বিয়ার সরকার। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কিত একটি কাজে। সেখানেই ছুটি ঘোষণা করেন তিনি।

নাগরিক ছুটি ঘোষণা করে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, কলম্বিয়ানদের একতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এই দিনটি সাধারণ ছুটি হিসেবে উদ্যাপন করব। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেন বাড়িতে বসে দিনটি উপভোগ করতে পারেন। নাচ-গানের পাশাপাশি প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, সহকর্মীদের সঙ্গে উপভোগ করা যেন যায়-তাতেই এই ছুটির ব্যবস্থা করা।

উরুগুয়ের বিপক্ষে পরশু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া। সেই ম্যাচে ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। সেমির সেই ন্যক্কারজনক ঘটনা নিয়েও কথা বলেছেন পেদ্রো। কলম্বিয়ার রাষ্ট্রপতি বলেন, ‘কলম্বিয়ার জাতীয় ফুটবল দল কোনো ধরনের সহিংসতার পক্ষে নয় এই দল সব সময় একতার প্রতিনিধিত্ব করে। কলম্বিয়ার জাতীয় পতাকা সব সময় ঐক্যের প্রতিনিধিত্ব করে।

টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া সর্বশেষ ম্যাচ হেরেছিল এই আর্জেন্টিনার বিপক্ষেই। ২০২২ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে হারে হামেস রদ্রিগেজরা। ১৯৯২-৯৪ পর্যন্ত ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল সর্বোচ্চ। কোপার সেমিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ড অতিক্রম করে কলম্বিয়া। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারাতে পারলে দেশটির সরকারি ছুটি উদ্যাপন সার্থক হবে।