Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আরো একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন আমেরিকাতে। আর বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রচার করে আসছে বিসিবি। সেই হিসেবে শুক্রবার (৩১ মে) প্রকাশিত হয়েছে সাকিব আল হাসানের বিশ্বকাপ ভাবনা নিয়ে ভিডিও। জানিয়েছেন সবগুলো বিশ্বকাপ খেলার ভালো লাগার কথা।

সাকিব বলছিলেন, প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।

সাকিবের আশা আরো একটা বিশ্বকাপ খেলার, আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।

পরিবারের টানে সাকিবকে প্রায় যুক্তরাষ্ট্রে যেতে দেখা যায়। যুক্তরাষ্ট্রকে অনেকে তাই বলে থাকেন ‘সাকিবের দ্বিতীয় বাড়ি।’ বিসিবি আজ ‘সবুজ লালের গল্প’ নামের ধারাবাহিকে যে সাকিবের সাক্ষাৎকার প্রকাশ করেছে, সেখানেও তিনি এই প্রসঙ্গে (দ্বিতীয় বাড়ি) কথা বলেছেন। চিরকুটের দিকে তাকিয়ে লেখাটা সাকিব পড়েছেন এভাবে, ‘অনেকেই বলেছেন যে যুক্তরাষ্ট্র সাকিব আল হাসানের দ্বিতীয় বাড়ি। ঘরের মাঠের মতো সুবিধা কি পাবে দল?’ এমনটা পড়ার পরই তিনি হাসলেন। কথা প্রসঙ্গে তিনি মনে করালেন, ২০১৮ সালে ফ্লোরিডায় বাংলাদেশ যে দুই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এমনকি ক্যারিবীয় দ্বীপে গিয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ম্যাচ জেতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ (যুক্তরাষ্ট্র) আমার দ্বিতীয় বাড়ি সেটা ঠিক আছে। ঘরের মাঠের মতো সুবিধা পাবে কি না বলাটা মুশকিল। তবে আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দুটি জায়গায় ফ্লোরিডায় আমরা আগে যখন খেলেছি, তখনো বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের অনুকূলে থাকে। কারণ তাদের পিচগুলো আমাদের মতোই হয়ে থাকে। আশা করছি যে দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

আরো একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব

প্রকাশের সময় : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন আমেরিকাতে। আর বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রচার করে আসছে বিসিবি। সেই হিসেবে শুক্রবার (৩১ মে) প্রকাশিত হয়েছে সাকিব আল হাসানের বিশ্বকাপ ভাবনা নিয়ে ভিডিও। জানিয়েছেন সবগুলো বিশ্বকাপ খেলার ভালো লাগার কথা।

সাকিব বলছিলেন, প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।

সাকিবের আশা আরো একটা বিশ্বকাপ খেলার, আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।

পরিবারের টানে সাকিবকে প্রায় যুক্তরাষ্ট্রে যেতে দেখা যায়। যুক্তরাষ্ট্রকে অনেকে তাই বলে থাকেন ‘সাকিবের দ্বিতীয় বাড়ি।’ বিসিবি আজ ‘সবুজ লালের গল্প’ নামের ধারাবাহিকে যে সাকিবের সাক্ষাৎকার প্রকাশ করেছে, সেখানেও তিনি এই প্রসঙ্গে (দ্বিতীয় বাড়ি) কথা বলেছেন। চিরকুটের দিকে তাকিয়ে লেখাটা সাকিব পড়েছেন এভাবে, ‘অনেকেই বলেছেন যে যুক্তরাষ্ট্র সাকিব আল হাসানের দ্বিতীয় বাড়ি। ঘরের মাঠের মতো সুবিধা কি পাবে দল?’ এমনটা পড়ার পরই তিনি হাসলেন। কথা প্রসঙ্গে তিনি মনে করালেন, ২০১৮ সালে ফ্লোরিডায় বাংলাদেশ যে দুই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এমনকি ক্যারিবীয় দ্বীপে গিয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ম্যাচ জেতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ (যুক্তরাষ্ট্র) আমার দ্বিতীয় বাড়ি সেটা ঠিক আছে। ঘরের মাঠের মতো সুবিধা পাবে কি না বলাটা মুশকিল। তবে আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দুটি জায়গায় ফ্লোরিডায় আমরা আগে যখন খেলেছি, তখনো বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের অনুকূলে থাকে। কারণ তাদের পিচগুলো আমাদের মতোই হয়ে থাকে। আশা করছি যে দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’