Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আম্বানিবাড়ির বিয়ের চাট খাওয়া হয়নি নিক-প্রিয়াঙ্কার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

নিজের বোন মীরা চোপড়া এবং পরিণীতি চোপড়ার বিয়েতে গরহাজির থাকলেও আম্বানিদের বিয়েতে যোগ দিতে স্বামী নিক জোনাসকে নিয়ে অনুষ্ঠানের একদিন আগেই মুম্বইতে পৌঁছে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অনন্ত-রাধিকার বিয়ের আসরে নিক-প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। কিন্তু সেই সুদূর মার্কিন মুলুক থেকে বিয়ের জন্য উড়ে এসেও ঠিকমতো খেতেই পারলেন না তিনি।

অনন্ত-রাধিকার বিয়েতে প্রায় নানা প্রদেশের ২৫০০ পদ ছিল। সেই তালিকায় বারাণসির স্ট্রিট ফুডে নানা চাট ভাণ্ডারের পাশাপাশি রকমারি পরোটা, কুলচা, নারকেলের একশো পদও ছিল। এদিকে স্পাইসি চাট প্রিয়াঙ্কার ভীষণ প্রিয়।

মার্কিন মুলুকে থাকলেও দেশি খানাপিনার স্বাদ নিতে ভোলেন না তিনি। কিন্তু এদিন কিনা চাট ভান্ডারের মুখোমুখিই হতে পারলেন না অভিনেত্রী। সেই রকমারি খানাপিনা মিস করার কথা নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু কেন আম্বানিদের বিয়েতে পাত পেড়ে খেতে পারলেন না তিনি?

কিন্তু এদিন চাট ভান্ডারের মুখোমুখিই হতে পারলেন না অভিনেত্রী। এতো প্রিয়সব খাবার মিস করার কথাও নিজেই জানিয়েছেন ‘দেশি গার্ল’।

দেশ ছাড়ার পর স্যোশাল মিডিয়ায় অনন্ত-রাধিকার জন্য বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন,‘বরযাত্রীদের সঙ্গে চাট এবং নাচ মিস্ করলাম। আমার পরিচিত দু’জন সুন্দর মানুষের উদ্যাপনে কী সুন্দর একটা রাত কাটল।’

সোজা বরযাত্রীদের সঙ্গে ভিড়ে গিয়ে ভাঙরার তালে নাচতে শুরু করেন তিনি। বাদ যাননি নিক জোনাসও। অর্জুন কাপুর, রণবীর সিং, ইশা আম্বানি, আনন্দ পিরামলদের সঙ্গে দেশি গানে নাচতে দেখা যায় ‘পরদেশীবাবুকেও। তবে তিনি যে দারুণ উপভোগ করেছেন এই ছোট্ট ভারত সফর, তা বিদায়বেলায় জানিয়ে গিয়েছেন। তাই তো মার্কিন মুলুকে রওনা হওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত পাপারাজ্জিদের বলে গিয়েছেন, বিয়ে মিটেছে, এবার আপনারা একটু বিশ্রাম নিন। অনন্ত-রাধিকার উদ্দেশে ভালোবাসা উজার করা এক বার্তাও দিয়েছেন ‘পিগি চপস’।

অনন্ত-রাধিকার বিয়ের দিন মুম্বাইয়ের রেড কার্পেটে প্রিয়াঙ্কা ও নিক দুজনেই হাজির ছিলেন গ্ল্যামারাস লুক নিয়ে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে তুমুল আনন্দে নেচেছেন তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

আম্বানিবাড়ির বিয়ের চাট খাওয়া হয়নি নিক-প্রিয়াঙ্কার

প্রকাশের সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

বিনোদন ডেস্ক : 

নিজের বোন মীরা চোপড়া এবং পরিণীতি চোপড়ার বিয়েতে গরহাজির থাকলেও আম্বানিদের বিয়েতে যোগ দিতে স্বামী নিক জোনাসকে নিয়ে অনুষ্ঠানের একদিন আগেই মুম্বইতে পৌঁছে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অনন্ত-রাধিকার বিয়ের আসরে নিক-প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। কিন্তু সেই সুদূর মার্কিন মুলুক থেকে বিয়ের জন্য উড়ে এসেও ঠিকমতো খেতেই পারলেন না তিনি।

অনন্ত-রাধিকার বিয়েতে প্রায় নানা প্রদেশের ২৫০০ পদ ছিল। সেই তালিকায় বারাণসির স্ট্রিট ফুডে নানা চাট ভাণ্ডারের পাশাপাশি রকমারি পরোটা, কুলচা, নারকেলের একশো পদও ছিল। এদিকে স্পাইসি চাট প্রিয়াঙ্কার ভীষণ প্রিয়।

মার্কিন মুলুকে থাকলেও দেশি খানাপিনার স্বাদ নিতে ভোলেন না তিনি। কিন্তু এদিন কিনা চাট ভান্ডারের মুখোমুখিই হতে পারলেন না অভিনেত্রী। সেই রকমারি খানাপিনা মিস করার কথা নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু কেন আম্বানিদের বিয়েতে পাত পেড়ে খেতে পারলেন না তিনি?

কিন্তু এদিন চাট ভান্ডারের মুখোমুখিই হতে পারলেন না অভিনেত্রী। এতো প্রিয়সব খাবার মিস করার কথাও নিজেই জানিয়েছেন ‘দেশি গার্ল’।

দেশ ছাড়ার পর স্যোশাল মিডিয়ায় অনন্ত-রাধিকার জন্য বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন,‘বরযাত্রীদের সঙ্গে চাট এবং নাচ মিস্ করলাম। আমার পরিচিত দু’জন সুন্দর মানুষের উদ্যাপনে কী সুন্দর একটা রাত কাটল।’

সোজা বরযাত্রীদের সঙ্গে ভিড়ে গিয়ে ভাঙরার তালে নাচতে শুরু করেন তিনি। বাদ যাননি নিক জোনাসও। অর্জুন কাপুর, রণবীর সিং, ইশা আম্বানি, আনন্দ পিরামলদের সঙ্গে দেশি গানে নাচতে দেখা যায় ‘পরদেশীবাবুকেও। তবে তিনি যে দারুণ উপভোগ করেছেন এই ছোট্ট ভারত সফর, তা বিদায়বেলায় জানিয়ে গিয়েছেন। তাই তো মার্কিন মুলুকে রওনা হওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত পাপারাজ্জিদের বলে গিয়েছেন, বিয়ে মিটেছে, এবার আপনারা একটু বিশ্রাম নিন। অনন্ত-রাধিকার উদ্দেশে ভালোবাসা উজার করা এক বার্তাও দিয়েছেন ‘পিগি চপস’।

অনন্ত-রাধিকার বিয়ের দিন মুম্বাইয়ের রেড কার্পেটে প্রিয়াঙ্কা ও নিক দুজনেই হাজির ছিলেন গ্ল্যামারাস লুক নিয়ে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে তুমুল আনন্দে নেচেছেন তারা।