Dhaka মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের একাংশ) মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাশেদ খাঁনের সঙ্গে ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমানসহ নেতাকর্মীরা।

এ সময় রাশেদ খান বলেন, ‘আমাকে তারেক রহমান মনোনিত করে পাঠিয়েছেন। আমি ঝিনাইদহ-৪ এলাকার উন্নয়ন করতে চাই। আমি কথা দিচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার পাশে থাকলে এখানে কোনো দলাদলি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান। আমি আপনাদের জেলার সন্তান। আমি আপনাদের বাইরের কেউ নয়। তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে আমাকে ঝিনাইদহ-৪ আসনে পাঠিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে ইতিমধ্যে ভোটার হয়েছি। আপনারা যারা বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসেন তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবেন। তারেক রহমান যাদের মনোনীত করেছেন তাদের জয়যুক্ত করতে কাজ করবেন। আপনাদের জন্য কাজ করতে আপনাদের কাছে এসেছি। ফ্যাসিবাদ বিরোধীদের সাথে নিয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, বিএনপির পাশে থাকবেন। আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন।’

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‌‘রাশেদ খাঁন কোনও একক ব্যক্তি নন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী। এই সংকটময় সময়ে ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিয়ে সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। সেইসঙ্গে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানাই।’

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে চূড়ান্তভাবে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়া হয়। ২৭ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ। এসময় বিএনপি মহাসচিব ঝিনাইদহ-৪ এ রাশেদ খান দলীয় প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে ভোট করবেন বলে ঘোষণা দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান

প্রকাশের সময় : ১২:৩৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের একাংশ) মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাশেদ খাঁনের সঙ্গে ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমানসহ নেতাকর্মীরা।

এ সময় রাশেদ খান বলেন, ‘আমাকে তারেক রহমান মনোনিত করে পাঠিয়েছেন। আমি ঝিনাইদহ-৪ এলাকার উন্নয়ন করতে চাই। আমি কথা দিচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার পাশে থাকলে এখানে কোনো দলাদলি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান। আমি আপনাদের জেলার সন্তান। আমি আপনাদের বাইরের কেউ নয়। তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে আমাকে ঝিনাইদহ-৪ আসনে পাঠিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে ইতিমধ্যে ভোটার হয়েছি। আপনারা যারা বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসেন তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবেন। তারেক রহমান যাদের মনোনীত করেছেন তাদের জয়যুক্ত করতে কাজ করবেন। আপনাদের জন্য কাজ করতে আপনাদের কাছে এসেছি। ফ্যাসিবাদ বিরোধীদের সাথে নিয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, বিএনপির পাশে থাকবেন। আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন।’

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‌‘রাশেদ খাঁন কোনও একক ব্যক্তি নন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী। এই সংকটময় সময়ে ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিয়ে সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। সেইসঙ্গে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানাই।’

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে চূড়ান্তভাবে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়া হয়। ২৭ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ। এসময় বিএনপি মহাসচিব ঝিনাইদহ-৪ এ রাশেদ খান দলীয় প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে ভোট করবেন বলে ঘোষণা দেন।