Dhaka মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে : নুর

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুর বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হয়েছেন। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে নুরের পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। তবে উপজেলার কিছু নেতৃবৃন্দ (দশমিনা-গলাচিপা বিএনপি) তা না মানায় উপজেলার কমিটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর হাইস্কুল মাঠে রণগোপালদী ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা তো আমার সহযোগী। আপনাদের আমি সঙ্গে চাই, পাশে নিয়ে এগিয়ে যেতে চাই।

নুরুল হক নুর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের আদর্শ ও নির্দেশনার পরিপন্থী কাজ করা ঠিক হবে না। এতে জাতীয় রাজনীতিতে আপনাদের দল সম্পর্কে একটি নেতিবাচক বার্তা যাবে—যে জোট করেও মিত্রদের সঙ্গে কাজ করা হয় না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যান্য দলের নেতাকর্মীদের মতো বিএনপির নেতাকর্মীরাও আমাদের সমাবেশে অংশ নিয়ে তা পরিপূর্ণ করবে।

নিজ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাই মিলে গলাচিপা-দশমিনাকে আগামীতে উন্নয়নের একটি রোল মডেল উপজেলা ও নির্বাচনী আসনে পরিণত করব, ইনশাআল্লাহ।

রাজনৈতিক সম্প্রীতি নিয়ে নুর বলেন,আমরা বারবার বলছি—এই জনপদে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই (ইসলামী আন্দোলন)—কোনো রাজনৈতিক বিভেদ নয়। আমরা ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি নতুন সমাজ এবং গলাচিপা-দশমিনা গড়ে তুলতে চাই।

রাজনীতিতে ক্ষমাশীলতার বিষয়ে তিনি বলেন,গত সাত বছরে আমি অনেকের দ্বারা আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, আমার পরিবার অপমানিত হয়েছে। কিন্তু আপনারা দেখবেন, গত দেড় বছরে আমি কাউকে কটু কথা বলিনি, হুমকি দিইনি, লাঞ্ছিত করিনি। বারবার বলছি—আমি ক্ষমা করে দিয়েছি।

তিনি অভিযোগ করেন, একটি মহল স্কুলশিক্ষকদের হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমার স্ত্রীও একজন শিক্ষক। তাকেও শাসানো হয়েছে, নানাভাবে বাজে কথা বলা হয়েছে। এখন আপনারাই বলেন আপনাদের জন্য কাজ করতে এসে কি আমার পরিবারকেও বারবার অপমানিত হতে হবে? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু ডান-বাম দেখব না—পরিষ্কার কথা।

আশ্বাস দিয়ে নুর বলেন, আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই—আমরা গলাচিপা-দশমিনায় ন্যায় ও ইনসাফের একটি জনপদ প্রতিষ্ঠা করতে চাই, যেন কোনো মানুষ অন্যায়ের শিকার না হয়, কেউ অধিকারবঞ্চিত না থাকে।

এ সময় দশমিনা ও গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদ এবং বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, মূলত নুরের পক্ষে কাজ না করায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিকে নুরুল হক নুরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। বিলুপ্ত তিন কমিটির একটি অংশ তার অনুসারী বলে জানা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে : নুর

প্রকাশের সময় : ১২:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুর বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হয়েছেন। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে নুরের পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। তবে উপজেলার কিছু নেতৃবৃন্দ (দশমিনা-গলাচিপা বিএনপি) তা না মানায় উপজেলার কমিটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর হাইস্কুল মাঠে রণগোপালদী ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা তো আমার সহযোগী। আপনাদের আমি সঙ্গে চাই, পাশে নিয়ে এগিয়ে যেতে চাই।

নুরুল হক নুর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের আদর্শ ও নির্দেশনার পরিপন্থী কাজ করা ঠিক হবে না। এতে জাতীয় রাজনীতিতে আপনাদের দল সম্পর্কে একটি নেতিবাচক বার্তা যাবে—যে জোট করেও মিত্রদের সঙ্গে কাজ করা হয় না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যান্য দলের নেতাকর্মীদের মতো বিএনপির নেতাকর্মীরাও আমাদের সমাবেশে অংশ নিয়ে তা পরিপূর্ণ করবে।

নিজ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাই মিলে গলাচিপা-দশমিনাকে আগামীতে উন্নয়নের একটি রোল মডেল উপজেলা ও নির্বাচনী আসনে পরিণত করব, ইনশাআল্লাহ।

রাজনৈতিক সম্প্রীতি নিয়ে নুর বলেন,আমরা বারবার বলছি—এই জনপদে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই (ইসলামী আন্দোলন)—কোনো রাজনৈতিক বিভেদ নয়। আমরা ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি নতুন সমাজ এবং গলাচিপা-দশমিনা গড়ে তুলতে চাই।

রাজনীতিতে ক্ষমাশীলতার বিষয়ে তিনি বলেন,গত সাত বছরে আমি অনেকের দ্বারা আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, আমার পরিবার অপমানিত হয়েছে। কিন্তু আপনারা দেখবেন, গত দেড় বছরে আমি কাউকে কটু কথা বলিনি, হুমকি দিইনি, লাঞ্ছিত করিনি। বারবার বলছি—আমি ক্ষমা করে দিয়েছি।

তিনি অভিযোগ করেন, একটি মহল স্কুলশিক্ষকদের হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমার স্ত্রীও একজন শিক্ষক। তাকেও শাসানো হয়েছে, নানাভাবে বাজে কথা বলা হয়েছে। এখন আপনারাই বলেন আপনাদের জন্য কাজ করতে এসে কি আমার পরিবারকেও বারবার অপমানিত হতে হবে? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু ডান-বাম দেখব না—পরিষ্কার কথা।

আশ্বাস দিয়ে নুর বলেন, আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই—আমরা গলাচিপা-দশমিনায় ন্যায় ও ইনসাফের একটি জনপদ প্রতিষ্ঠা করতে চাই, যেন কোনো মানুষ অন্যায়ের শিকার না হয়, কেউ অধিকারবঞ্চিত না থাকে।

এ সময় দশমিনা ও গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদ এবং বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, মূলত নুরের পক্ষে কাজ না করায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিকে নুরুল হক নুরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। বিলুপ্ত তিন কমিটির একটি অংশ তার অনুসারী বলে জানা গেছে।