Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনৈতিক রাজনীতি জড়িত আছে। দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয় নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে একমত?

মির্জা ফখরুল বলেন, আমি নিজে আগে ক্রিকেট খেলেছি, এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি। ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে, আর এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের সম্মান। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন তিনি।

বিগত সরকার তিস্তার পানির হিস্যা আদায় করতে পারেনি, যদি বিএনপি সরকারে যায় তবে এ বিষয়ে কী করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমাদের জনগণের সাথে কমিটমেন্ট আছে তিস্তা পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলো ব্যাপারে আমরা ভারতের সাথে অ্যাঙ্গেজ করব। তাদের কাছ থেকে পরস্পর সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করব।

মির্জা ফখরুল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।

বিএনপির মহাসচিব বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মারতেও জানি, আবার মার খেতেও জানি।

এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়া প্রয়োজন। তার ভাষায়, এই ৩১ দফার বাইরে আর কোনো সনদ নেই।

দলের চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক বার্তা ও কর্মসূচিকে ঘিরে বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারেক রহমানের আগমন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে সম্ভাব্য কর্মসূচির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পাশাপাশি উত্তরাঞ্চলের অন্য শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতি উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বুঝা যাবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়া চলে যাওয়ায় বাংলাদেশের আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে : সেলিমা রহমান

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১২:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনৈতিক রাজনীতি জড়িত আছে। দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয় নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে একমত?

মির্জা ফখরুল বলেন, আমি নিজে আগে ক্রিকেট খেলেছি, এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি। ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে, আর এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের সম্মান। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন তিনি।

বিগত সরকার তিস্তার পানির হিস্যা আদায় করতে পারেনি, যদি বিএনপি সরকারে যায় তবে এ বিষয়ে কী করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমাদের জনগণের সাথে কমিটমেন্ট আছে তিস্তা পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলো ব্যাপারে আমরা ভারতের সাথে অ্যাঙ্গেজ করব। তাদের কাছ থেকে পরস্পর সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করব।

মির্জা ফখরুল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।

বিএনপির মহাসচিব বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মারতেও জানি, আবার মার খেতেও জানি।

এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়া প্রয়োজন। তার ভাষায়, এই ৩১ দফার বাইরে আর কোনো সনদ নেই।

দলের চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক বার্তা ও কর্মসূচিকে ঘিরে বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারেক রহমানের আগমন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে সম্ভাব্য কর্মসূচির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পাশাপাশি উত্তরাঞ্চলের অন্য শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতি উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বুঝা যাবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।