Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। এমনটা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না; রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের হাতে কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে স্বাস্থ্য ও শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না। এই অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শিগগিরই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।

অনুষ্ঠানে তাসনিম জারা বলেন, আজকে আমরা শুধু একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটি নতুন রাজনৈতিক পথচলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি।

তিনি বলেন, বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা, স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানোর, জনগণের কথা বলার।

তাসনিম জারা বলেন, আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা ও জনগণের সমর্থন নিয়ে নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে। তার ব্যক্তি বা পারিবারিক পরিচয় মুখ্য হবে না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাদ্রিদ অধ্যায় শেষ করে মদ্রিচ এখন ইতালির ক্লাবে

‘আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি’

প্রকাশের সময় : ০৯:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। এমনটা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না; রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের হাতে কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে স্বাস্থ্য ও শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না। এই অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শিগগিরই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।

অনুষ্ঠানে তাসনিম জারা বলেন, আজকে আমরা শুধু একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটি নতুন রাজনৈতিক পথচলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি।

তিনি বলেন, বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা, স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানোর, জনগণের কথা বলার।

তাসনিম জারা বলেন, আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা ও জনগণের সমর্থন নিয়ে নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে। তার ব্যক্তি বা পারিবারিক পরিচয় মুখ্য হবে না।