Dhaka বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আম গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরের প্রাণ গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফের বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দক্ষিণপুর চাঁদপুর এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল করিম। স্থানীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মরা ডাল (শুকরা খড়ি) ভাঙতে আম গাছে ওঠে মারুফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আম গাছের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আম গাছে শুকনা খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

আম গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের

প্রকাশের সময় : ১০:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরের প্রাণ গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফের বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দক্ষিণপুর চাঁদপুর এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল করিম। স্থানীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মরা ডাল (শুকরা খড়ি) ভাঙতে আম গাছে ওঠে মারুফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আম গাছের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আম গাছে শুকনা খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।