Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আবাহনীর হেড কোচের দায়িত্ব পেলেন হান্নান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ প্রায় নয় বছর নির্বাচক হিসেবে কাজ করার পর এবার নতুন দায়িত্বে যোগ দিলেন হান্নান সরকার। জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক প্যানেলে থাকা এই সাবেক ক্রিকেটার এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে তার কোচিং অধ্যায় শুরু হবে। তার সহকারী হিসেবে কাজ করবেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।

এর আগে বিসিবির চাকরি ছাড়ার সময়ই হান্নান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। তখন তিনি বলেছিলেন, ‘আমি ভবিষ্যতের কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। কোচিংয়ে গেলে শুধু আমি নই, বাংলাদেশের ক্রিকেটও উপকৃত হবে। তাই মনে হয়েছে, এখনই উপযুক্ত সময়।’

এ সিদ্ধান্ত আকস্মিক নয়, বরং গত কয়েক মাস ধরেই বিসিবির সঙ্গে আলোচনার পর এটি চূড়ান্ত করেছেন তিনি। বিসিবির দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হান্নান জানান, গত তিন মাস ধরেই এই বিষয়ে বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। এটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, এরপর বিসিএল, এইচপি ক্যাম্প কিংবা এসসিএল আসতে পারে। তাই এখনই সঠিক সময় নতুন ভূমিকায় যাওয়ার।

আবাহনীর মতো বড় দলে কোচিং ক্যারিয়ার শুরু করা নিঃসন্দেহে হান্নানের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে দল কতটা সফল হতে পারে।

নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে ২০২০ যুব বিশ্বকাপ এবং ২০২৩ ও ২০২৪ সালে দুটি যুব এশিয়া কাপ জিতেছেন হান্নান। এ ছাড়া এর আগে তিনি কাজ করেছেন বিপিএলের রাজশাহী ফ্র্যাঞ্চাইজির (২০১২, ১৩, ১৬ ও ১৭ মৌসুমে) সহকারী কোচ এবং ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ হিসেবে। এ ছাড়া তিনি বিসিবির এইচপি (হাই-পারফরম্যান্স) ইউনিট, এনসিএল, বিসিএলেও কোচিং করিয়েছেন। কোচিং ক্যারিয়ার শুরুর আগে ২০১০–১১ সালে বিসিবির লেভেল ১-২ দুটি কোর্স করেছিলেন হান্নান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আবাহনীর হেড কোচের দায়িত্ব পেলেন হান্নান

প্রকাশের সময় : ০৩:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ প্রায় নয় বছর নির্বাচক হিসেবে কাজ করার পর এবার নতুন দায়িত্বে যোগ দিলেন হান্নান সরকার। জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক প্যানেলে থাকা এই সাবেক ক্রিকেটার এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে তার কোচিং অধ্যায় শুরু হবে। তার সহকারী হিসেবে কাজ করবেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।

এর আগে বিসিবির চাকরি ছাড়ার সময়ই হান্নান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। তখন তিনি বলেছিলেন, ‘আমি ভবিষ্যতের কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। কোচিংয়ে গেলে শুধু আমি নই, বাংলাদেশের ক্রিকেটও উপকৃত হবে। তাই মনে হয়েছে, এখনই উপযুক্ত সময়।’

এ সিদ্ধান্ত আকস্মিক নয়, বরং গত কয়েক মাস ধরেই বিসিবির সঙ্গে আলোচনার পর এটি চূড়ান্ত করেছেন তিনি। বিসিবির দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হান্নান জানান, গত তিন মাস ধরেই এই বিষয়ে বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। এটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, এরপর বিসিএল, এইচপি ক্যাম্প কিংবা এসসিএল আসতে পারে। তাই এখনই সঠিক সময় নতুন ভূমিকায় যাওয়ার।

আবাহনীর মতো বড় দলে কোচিং ক্যারিয়ার শুরু করা নিঃসন্দেহে হান্নানের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে দল কতটা সফল হতে পারে।

নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে ২০২০ যুব বিশ্বকাপ এবং ২০২৩ ও ২০২৪ সালে দুটি যুব এশিয়া কাপ জিতেছেন হান্নান। এ ছাড়া এর আগে তিনি কাজ করেছেন বিপিএলের রাজশাহী ফ্র্যাঞ্চাইজির (২০১২, ১৩, ১৬ ও ১৭ মৌসুমে) সহকারী কোচ এবং ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ হিসেবে। এ ছাড়া তিনি বিসিবির এইচপি (হাই-পারফরম্যান্স) ইউনিট, এনসিএল, বিসিএলেও কোচিং করিয়েছেন। কোচিং ক্যারিয়ার শুরুর আগে ২০১০–১১ সালে বিসিবির লেভেল ১-২ দুটি কোর্স করেছিলেন হান্নান।