Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আবারো সিলেটের নেতৃত্বে মাশরাফি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলেও তার রয়েছে ঈর্ষণীয় ক্যারিয়ার। তার হাত ধরেই গত আসরে প্রথমবার ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। ফাইনালে কুমিল্লার কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় তাদের। তবে আবারো মাশরাফীতেই আস্থা রাখতে চায় সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিপিএলের ২০২৪ আসরেও মাশরাফীর কাঁধেই থাকছে সিলেটের নেতৃত্বভার।

যদিও সেবার কুমিল্লা রেকর্ড সর্বোচ্চ চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল। তবে সাবেক টাইগার অধিনায়কের ওপর আরও এক আসরে ভরসা করতে চায় সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো ২০২৪ আসরেও মাশরাফির কাঁধেই তুলে দেয়া হলো অধিনায়কের ভার।

শনিবার (৯ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে সিলেট। বিপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন মাশরাফি। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি এই কীর্তি গড়েছেন। সর্বশেষ আসরেও সিলেটকে একই পথে নিয়ে যাচ্ছিলেন ‘ক্যাপ্টেন কুল’। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।

বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি। পরবর্তী নির্বাচনেও তার অংশগ্রহণের কথা রয়েছে। ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও জাতীয় দলে মাশরাফি অধ্যায় শেষ বলা চলে। কিছুদিন আগে তামিম ইকবালের নাটকীয় অবসরের ঘটনায় দৃশ্যপটে এসেছিলেন সাবেক এই অধিনায়ক।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্স শিরোপা জেতে মাশরাফীর নেতৃত্বে। ২০১৩ সালে দ্বিতীয় আসরেও ঢাকা গ্লাডিয়েটর্স শিরোপা জেতে মাশরাফীর অধিনায়কত্বে। টানা দুই আসরে শিরোপা জিতে চমক দেখান দ্য ম্যাশ।

এরপরে ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে ঢাকার বদলে মাশরাফী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দেন। দল বদলের সঙ্গে সঙ্গে ঢাকাও হ্যাটট্রিক শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয়। ঢাকা ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে মাশরাফী জেতেন হ্যাটট্রিক শিরোপা। আর ঢাকার শিরোপা মাশরাফীর সঙ্গে চলে যায় কুমিল্লার ঘরে।

বিপিএলের চতুর্থ আসরে মাশরাফী ব্যর্থ হলেও পঞ্চম আসরে তিনি রংপুর রাইডার্সকে শিরোপা জেতান। এরপরে তিন আসরে আলো দেখাতে না পারলেও নবম আসরে সিলেটকে ফাইনালে তুলেন নড়াইল এক্সপ্রেস।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে বিপিএলের দশম আসর। এর আগে জানুয়ারি মাসে সূচি চূড়ান্ত করার কথা জানিয়েছিল বিসিবি। এছাড়া চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের ড্রাফটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ইতোমধ্যে পছন্দের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আবারো সিলেটের নেতৃত্বে মাশরাফি

প্রকাশের সময় : ০৮:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলেও তার রয়েছে ঈর্ষণীয় ক্যারিয়ার। তার হাত ধরেই গত আসরে প্রথমবার ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। ফাইনালে কুমিল্লার কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় তাদের। তবে আবারো মাশরাফীতেই আস্থা রাখতে চায় সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিপিএলের ২০২৪ আসরেও মাশরাফীর কাঁধেই থাকছে সিলেটের নেতৃত্বভার।

যদিও সেবার কুমিল্লা রেকর্ড সর্বোচ্চ চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল। তবে সাবেক টাইগার অধিনায়কের ওপর আরও এক আসরে ভরসা করতে চায় সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো ২০২৪ আসরেও মাশরাফির কাঁধেই তুলে দেয়া হলো অধিনায়কের ভার।

শনিবার (৯ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে সিলেট। বিপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন মাশরাফি। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি এই কীর্তি গড়েছেন। সর্বশেষ আসরেও সিলেটকে একই পথে নিয়ে যাচ্ছিলেন ‘ক্যাপ্টেন কুল’। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।

বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি। পরবর্তী নির্বাচনেও তার অংশগ্রহণের কথা রয়েছে। ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও জাতীয় দলে মাশরাফি অধ্যায় শেষ বলা চলে। কিছুদিন আগে তামিম ইকবালের নাটকীয় অবসরের ঘটনায় দৃশ্যপটে এসেছিলেন সাবেক এই অধিনায়ক।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্স শিরোপা জেতে মাশরাফীর নেতৃত্বে। ২০১৩ সালে দ্বিতীয় আসরেও ঢাকা গ্লাডিয়েটর্স শিরোপা জেতে মাশরাফীর অধিনায়কত্বে। টানা দুই আসরে শিরোপা জিতে চমক দেখান দ্য ম্যাশ।

এরপরে ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে ঢাকার বদলে মাশরাফী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দেন। দল বদলের সঙ্গে সঙ্গে ঢাকাও হ্যাটট্রিক শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয়। ঢাকা ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে মাশরাফী জেতেন হ্যাটট্রিক শিরোপা। আর ঢাকার শিরোপা মাশরাফীর সঙ্গে চলে যায় কুমিল্লার ঘরে।

বিপিএলের চতুর্থ আসরে মাশরাফী ব্যর্থ হলেও পঞ্চম আসরে তিনি রংপুর রাইডার্সকে শিরোপা জেতান। এরপরে তিন আসরে আলো দেখাতে না পারলেও নবম আসরে সিলেটকে ফাইনালে তুলেন নড়াইল এক্সপ্রেস।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে বিপিএলের দশম আসর। এর আগে জানুয়ারি মাসে সূচি চূড়ান্ত করার কথা জানিয়েছিল বিসিবি। এছাড়া চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের ড্রাফটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ইতোমধ্যে পছন্দের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।