Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আবারো ভূমিকম্পে কাঁপল ভারত ও নেপাল

আন্তর্জাতিক ডেস্ক : 

নেপালে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৫৭ জন প্রাণ হারানোর পর সোমবার ফের ৫ দশমিক ৬ মাত্রার কম্পন টের পাওয়া গেছে। প্রতিবেশী ভারতেও কম্পন অনুভূত হয়েছে।

গুগল আর্থ বলছে, সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে সংগঠিত ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পেইন্ক শহর থেকে ছয় কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতের ভূমিকম্প বিষয়ক অধিদপ্তর জানিয়ছে, নেপালের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লিও। উত্তর প্রদেশের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার দক্ষিণে ছিল এর উৎপত্তিস্থল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকামিত ভিডিওতে দেখা যায়, আবাসিক ভবন থেকে আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন দিল্লিবাসী।

শুক্রবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন। কারণ তারা রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি পাহাড়ি এলাকায় পৌঁছাতে পারেননি। সেখানেও কম্পন টের পাওয়া গিয়েছিল। জেলার জনসংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার যারা প্রত্যন্ত পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামের মধ্যে বাস করে।

ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযানও বন্ধ ছিল। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা নিয়ে পৌঁছাতে বেগ পেতে হয়েছে বলে নেপাল পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

নেপালে দুটি ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোক নিহত হওয়ার পর ২০১৫ সালের পর ভূমিকম্পটি ছিল সবচেয়ে মারাত্মক। পুরো শহরের শত বছরের প্রাচীন মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপানাগুলো তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেইসঙ্গে দশ লাখের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল যার ক্ষতির পরিমাণ ছিল ৬ বিলিয়ন ডলার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আবারো ভূমিকম্পে কাঁপল ভারত ও নেপাল

প্রকাশের সময় : ০৭:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

নেপালে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৫৭ জন প্রাণ হারানোর পর সোমবার ফের ৫ দশমিক ৬ মাত্রার কম্পন টের পাওয়া গেছে। প্রতিবেশী ভারতেও কম্পন অনুভূত হয়েছে।

গুগল আর্থ বলছে, সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে সংগঠিত ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পেইন্ক শহর থেকে ছয় কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতের ভূমিকম্প বিষয়ক অধিদপ্তর জানিয়ছে, নেপালের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লিও। উত্তর প্রদেশের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার দক্ষিণে ছিল এর উৎপত্তিস্থল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকামিত ভিডিওতে দেখা যায়, আবাসিক ভবন থেকে আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন দিল্লিবাসী।

শুক্রবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন। কারণ তারা রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি পাহাড়ি এলাকায় পৌঁছাতে পারেননি। সেখানেও কম্পন টের পাওয়া গিয়েছিল। জেলার জনসংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার যারা প্রত্যন্ত পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামের মধ্যে বাস করে।

ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযানও বন্ধ ছিল। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা নিয়ে পৌঁছাতে বেগ পেতে হয়েছে বলে নেপাল পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

নেপালে দুটি ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোক নিহত হওয়ার পর ২০১৫ সালের পর ভূমিকম্পটি ছিল সবচেয়ে মারাত্মক। পুরো শহরের শত বছরের প্রাচীন মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপানাগুলো তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেইসঙ্গে দশ লাখের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল যার ক্ষতির পরিমাণ ছিল ৬ বিলিয়ন ডলার।