Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আবার বাবা হচ্ছেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও বাবা হতে চলেছেন। তার স্ত্রী ক্যারি জনসন শুক্রবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ঘোষণা দিয়েছেন।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, কয়েক সপ্তাহের মধ্যেই দলের নতুন সদস্য আসছেন। আমি গত আট মাস ধরে বেশ ক্লান্ত বোধ করছি, কিন্তু আমাকে এই ছোট্টটির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

ওই পোস্টে ক্যারি আরও লেখেন, ‘উইল্ফ আবারও বড় ভাই হওয়ার জন্য উচ্ছ্বসিত এবং এটা নিয়ে একনাগাড়ে বকবক করছে। ভাববেন না যে কী ঘটছে তা নিয়ে রোমির (ছোট মেয়ে) ধারণা আছে। রোমি কিছু বুঝতে পারছে বলে মনে হয় না…শিগগির বুঝবে!’ এসময় তিনি অন্য দুই সন্তান উইলফ্রেড ও রোমির সঙ্গে তোলা একটি ছবিও পোষ্ট করেছেন।

এ নিয়ে এই দম্পতি পেতে যাচ্ছে তৃতীয় সন্তান। তবে বরিস জনসন হতে চলেছেন অষ্টম সন্তানের বাবা। কারণ জনসনের আগের স্ত্রীর ঘরে চার সন্তান রয়েছে। এছাড়াও শিল্প পরামর্শদাতা হেলেন ম্যাকিনটায়ারের সঙ্গে সম্পর্কের কারণেও বরিসের আরও একটি সন্তান রয়েছে।

এই দম্পতির প্রথম সন্তন উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালে। দ্বিতীয় সন্তান রোমির জন্ম হয় ২০২১ সালে। ওই বছরই তারা বিয়ে করেন।

গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন জনসন। ৫৮ বছরের জনসন প্রায় ২০০ বছরের মধ্যে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ে করেছেন। সূত্র: সিএনএন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

আবার বাবা হচ্ছেন বরিস জনসন

প্রকাশের সময় : ০২:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও বাবা হতে চলেছেন। তার স্ত্রী ক্যারি জনসন শুক্রবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ঘোষণা দিয়েছেন।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, কয়েক সপ্তাহের মধ্যেই দলের নতুন সদস্য আসছেন। আমি গত আট মাস ধরে বেশ ক্লান্ত বোধ করছি, কিন্তু আমাকে এই ছোট্টটির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

ওই পোস্টে ক্যারি আরও লেখেন, ‘উইল্ফ আবারও বড় ভাই হওয়ার জন্য উচ্ছ্বসিত এবং এটা নিয়ে একনাগাড়ে বকবক করছে। ভাববেন না যে কী ঘটছে তা নিয়ে রোমির (ছোট মেয়ে) ধারণা আছে। রোমি কিছু বুঝতে পারছে বলে মনে হয় না…শিগগির বুঝবে!’ এসময় তিনি অন্য দুই সন্তান উইলফ্রেড ও রোমির সঙ্গে তোলা একটি ছবিও পোষ্ট করেছেন।

এ নিয়ে এই দম্পতি পেতে যাচ্ছে তৃতীয় সন্তান। তবে বরিস জনসন হতে চলেছেন অষ্টম সন্তানের বাবা। কারণ জনসনের আগের স্ত্রীর ঘরে চার সন্তান রয়েছে। এছাড়াও শিল্প পরামর্শদাতা হেলেন ম্যাকিনটায়ারের সঙ্গে সম্পর্কের কারণেও বরিসের আরও একটি সন্তান রয়েছে।

এই দম্পতির প্রথম সন্তন উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালে। দ্বিতীয় সন্তান রোমির জন্ম হয় ২০২১ সালে। ওই বছরই তারা বিয়ে করেন।

গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন জনসন। ৫৮ বছরের জনসন প্রায় ২০০ বছরের মধ্যে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ে করেছেন। সূত্র: সিএনএন।