Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশসহ কয়েকটি দেশ বাকি থাকলেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে বেশিরভাগ দল। সেই তালিকার সর্বশেষ সংযোজন আফগানিস্তান। নিয়মিত অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে আফগানিস্তান। ১০ দলের বিশ্বকাপে ৭ম দল হিসেবে স্কোয়াড দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে ২ বছর দলের বাইরে থাকা পেসার নাভিন উল হককে। আর চোট কাটিয়ে ফিরেছেন আজমাতুল্লাহ ওমারজাই। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ২০১৯ সালে আফগানিস্তানের নেতৃত্ব দেওয়া গুলবাদিন নাইবের। রিজার্ভ দলে রাখা হয়েছে তাকে। এশিয়া কাপেও দলের স্কোয়াডে ছিলেন তিনি।

এশিয়া কাপের দল থেকে নাইব ছাড়া বাদ পড়াদের মধ্যে আছেন শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত এবং সুলিমান সাফি। তবে রিজার্ভ দলে শরাফউদ্দিনকে রাখা হয়েছে।

বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে এই দুই দল লড়বে আগামী ৭ অক্টোবর, ধর্মশালায়। এটি নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফগানিস্তান। এবার সুপার লিগ দিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে হাশমতউল্লাহ শাহিদির দল।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড :

হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, আবদুল রহমান, রাশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন উল হক।

রিজার্ভ : গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ মালিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশের সময় : ১০:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশসহ কয়েকটি দেশ বাকি থাকলেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে বেশিরভাগ দল। সেই তালিকার সর্বশেষ সংযোজন আফগানিস্তান। নিয়মিত অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে আফগানিস্তান। ১০ দলের বিশ্বকাপে ৭ম দল হিসেবে স্কোয়াড দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে ২ বছর দলের বাইরে থাকা পেসার নাভিন উল হককে। আর চোট কাটিয়ে ফিরেছেন আজমাতুল্লাহ ওমারজাই। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ২০১৯ সালে আফগানিস্তানের নেতৃত্ব দেওয়া গুলবাদিন নাইবের। রিজার্ভ দলে রাখা হয়েছে তাকে। এশিয়া কাপেও দলের স্কোয়াডে ছিলেন তিনি।

এশিয়া কাপের দল থেকে নাইব ছাড়া বাদ পড়াদের মধ্যে আছেন শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত এবং সুলিমান সাফি। তবে রিজার্ভ দলে শরাফউদ্দিনকে রাখা হয়েছে।

বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে এই দুই দল লড়বে আগামী ৭ অক্টোবর, ধর্মশালায়। এটি নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফগানিস্তান। এবার সুপার লিগ দিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে হাশমতউল্লাহ শাহিদির দল।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড :

হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, আবদুল রহমান, রাশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন উল হক।

রিজার্ভ : গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ মালিক।