Dhaka রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে আহতদের স্বাস্থ্যকার্ড বিতরণ বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক : 

গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড দেওয়া মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠান উদ্বোধনের সম্মতি দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে এক নতুন ইতিহাস রচিত হয়, যার সাক্ষী গোটা বিশ্ববাসী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার থেকে যে আন্দোলনের শুরু, তা এক পর্যায়ে সরকার পতনের একদফা দাবিতে গিয়ে পৌঁছায়।

‘লং মার্চ টু ঢাকা’ নামে লাখো মানুষের সমাবেশে যে সফল অভ্যুত্থান রচিত হয়, সে অভ্যুথানের পেছনে রয়েছে সহস্রাধিক ছাত্র-জনতার আত্মাহুতি। শরীরে বুলেট, স্প্লিন্টার, গুলি নিয়ে এখনো কাতরাচ্ছেন অগণিত আহত যোদ্ধা। আবার কেউ হাত, পা কিংবা চোখ হারিয়েছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন উৎখাতের লড়াইয়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়া অত্যন্ত জটিল-সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

আন্দোলনে আহতদের স্বাস্থ্যকার্ড বিতরণ বুধবার থেকে

প্রকাশের সময় : ১০:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড দেওয়া মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠান উদ্বোধনের সম্মতি দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে এক নতুন ইতিহাস রচিত হয়, যার সাক্ষী গোটা বিশ্ববাসী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার থেকে যে আন্দোলনের শুরু, তা এক পর্যায়ে সরকার পতনের একদফা দাবিতে গিয়ে পৌঁছায়।

‘লং মার্চ টু ঢাকা’ নামে লাখো মানুষের সমাবেশে যে সফল অভ্যুত্থান রচিত হয়, সে অভ্যুথানের পেছনে রয়েছে সহস্রাধিক ছাত্র-জনতার আত্মাহুতি। শরীরে বুলেট, স্প্লিন্টার, গুলি নিয়ে এখনো কাতরাচ্ছেন অগণিত আহত যোদ্ধা। আবার কেউ হাত, পা কিংবা চোখ হারিয়েছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন উৎখাতের লড়াইয়ে।