Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সেঞ্চুরির পর হেলমেট খুলে উদ্যাপন, ক্যাচ ধরার পর ঊরু চাপড়ে উদ্যাপন—ভারতের জার্সিতে আর কখনো এমন কিছু করতে দেখা যাবে না শিখর ধাওয়ানকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন ধাওয়ান। তাতে ভারতীয় ক্রিকেট দলে এই বাঁহাতি ব্যাটারের দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের ইতি ঘটল।

সবশেষ ২০২২ সালে ভারত জাতীয় দলের হয়ে খেলেছেন ধাওয়ান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচই হয়ে রইল ব্লু জার্সিতে তার শেষ ম্যাচ। শুভমান গিলসহ বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণ ভারত দলে চলে আসায় জায়গা হারান ধাওয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিদায়ী বার্তায় ধাওয়ান বলেন, ‘আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে পেছনে তাকালে আমি শুধু স্মৃতি দেখতে পাই এবং সামনে তাকালে নতুন জীবন। ভারতের হয়ে খেলা সবসময়ই আমার জন্য স্বপ্ন ছিল এবং সেটা পূরণ হয়েছে। এই কারণে আমি অনেক মানুষের কাছে ধন্যবাদ। প্রথমত, আমার পরিবার, আমার শৈশবের কোচরা এবং এরপর আমার দল যেখানে আমি বহুবছর খেলেছি। আমি নতুন একটি পরিবার, খ্যাতি ও ভালোবাসা পেয়েছি। কিন্তু এটা বলা হয় যে এগিয়ে যেতে হলে, আপনাকে পাতা উল্টাতে হবে।’

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ধাওয়ানের। অভিষেক ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। ভারতের পাইপলাইনে তখন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীরের মতো তারকা ক্রিকেটার থাকায় নিয়মিত হতে পারেননি ধাওয়ান। ভারতের জার্সিতে ধাওয়ানের ক্যারিয়ারটা গতি পায় ২০১৩ সালে ওয়ানডেতে রোহিত শর্মার সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধার পর। ওয়ানডেতে ১১৫ ইনিংসে ৫১৪৮ রান করেন ধাওয়ান-রোহিত জুটি। ভারতের ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে তা দ্বিতীয় সর্বোচ্চ। ১৮ সেঞ্চুরি ও ১৫ ফিফটি হয়েছে তাঁদের (ধাওয়ান-রোহিত) জুটিতে। উদ্বোধনী জুটি বেঁধে সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকার করেন ৬৬০৯ রান। এই তালিকায় ভারতের ওয়ানডেতে তা সবচেয়ে বেশি।

আন্তর্জাতিক ক্রিকেট ধাওয়ান ছেড়েছেন এক এলিট ক্লাবে নাম লিখিয়ে। ওয়ানডেতে চল্লিশোর্ধ্ব গড় ও ৯০-এর বেশি স্ট্রাইকরেটে ৫০০০ রান করেছেন এমন ব্যাটার আছেন ৮ জন। ১৬৭ ওয়ানডেতে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। ১৭ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩৯ ফিফটি। গড় ৪৪.১১ ও স্ট্রাইকরেট ৯১.৩৫। ধাওয়ানের সঙ্গে এই তালিকায় আছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, বিরাট কোহলি, রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও কুইন্টন ডি কক।

২০১০ থেকে ২০২২ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধাওয়ান খেলেছেন ২৬৯ ম্যাচ। ১৬৭ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৩৪ টেস্ট ও ৬৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের জার্সিতে করেছেন ১০৮৬৭ রান। ২৪ সেঞ্চুরি ও ৫৫ ফিফটি রয়েছে ভারতীয় এই বাঁহাতি ব্যাটারের নামের পাশে। টেস্টে করেছেন ২৩১৫ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকেই করেছেন সেঞ্চুরি। মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে খেলেছেন ১৮৭ রানের ইনিংস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান

প্রকাশের সময় : ১২:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

সেঞ্চুরির পর হেলমেট খুলে উদ্যাপন, ক্যাচ ধরার পর ঊরু চাপড়ে উদ্যাপন—ভারতের জার্সিতে আর কখনো এমন কিছু করতে দেখা যাবে না শিখর ধাওয়ানকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন ধাওয়ান। তাতে ভারতীয় ক্রিকেট দলে এই বাঁহাতি ব্যাটারের দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের ইতি ঘটল।

সবশেষ ২০২২ সালে ভারত জাতীয় দলের হয়ে খেলেছেন ধাওয়ান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচই হয়ে রইল ব্লু জার্সিতে তার শেষ ম্যাচ। শুভমান গিলসহ বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণ ভারত দলে চলে আসায় জায়গা হারান ধাওয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিদায়ী বার্তায় ধাওয়ান বলেন, ‘আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে পেছনে তাকালে আমি শুধু স্মৃতি দেখতে পাই এবং সামনে তাকালে নতুন জীবন। ভারতের হয়ে খেলা সবসময়ই আমার জন্য স্বপ্ন ছিল এবং সেটা পূরণ হয়েছে। এই কারণে আমি অনেক মানুষের কাছে ধন্যবাদ। প্রথমত, আমার পরিবার, আমার শৈশবের কোচরা এবং এরপর আমার দল যেখানে আমি বহুবছর খেলেছি। আমি নতুন একটি পরিবার, খ্যাতি ও ভালোবাসা পেয়েছি। কিন্তু এটা বলা হয় যে এগিয়ে যেতে হলে, আপনাকে পাতা উল্টাতে হবে।’

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ধাওয়ানের। অভিষেক ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। ভারতের পাইপলাইনে তখন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীরের মতো তারকা ক্রিকেটার থাকায় নিয়মিত হতে পারেননি ধাওয়ান। ভারতের জার্সিতে ধাওয়ানের ক্যারিয়ারটা গতি পায় ২০১৩ সালে ওয়ানডেতে রোহিত শর্মার সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধার পর। ওয়ানডেতে ১১৫ ইনিংসে ৫১৪৮ রান করেন ধাওয়ান-রোহিত জুটি। ভারতের ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে তা দ্বিতীয় সর্বোচ্চ। ১৮ সেঞ্চুরি ও ১৫ ফিফটি হয়েছে তাঁদের (ধাওয়ান-রোহিত) জুটিতে। উদ্বোধনী জুটি বেঁধে সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকার করেন ৬৬০৯ রান। এই তালিকায় ভারতের ওয়ানডেতে তা সবচেয়ে বেশি।

আন্তর্জাতিক ক্রিকেট ধাওয়ান ছেড়েছেন এক এলিট ক্লাবে নাম লিখিয়ে। ওয়ানডেতে চল্লিশোর্ধ্ব গড় ও ৯০-এর বেশি স্ট্রাইকরেটে ৫০০০ রান করেছেন এমন ব্যাটার আছেন ৮ জন। ১৬৭ ওয়ানডেতে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। ১৭ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩৯ ফিফটি। গড় ৪৪.১১ ও স্ট্রাইকরেট ৯১.৩৫। ধাওয়ানের সঙ্গে এই তালিকায় আছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, বিরাট কোহলি, রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও কুইন্টন ডি কক।

২০১০ থেকে ২০২২ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধাওয়ান খেলেছেন ২৬৯ ম্যাচ। ১৬৭ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৩৪ টেস্ট ও ৬৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের জার্সিতে করেছেন ১০৮৬৭ রান। ২৪ সেঞ্চুরি ও ৫৫ ফিফটি রয়েছে ভারতীয় এই বাঁহাতি ব্যাটারের নামের পাশে। টেস্টে করেছেন ২৩১৫ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকেই করেছেন সেঞ্চুরি। মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে খেলেছেন ১৮৭ রানের ইনিংস।