নিজস্ব প্রতিবেদক :
পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিন এবং সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এ ছাড়া বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আজ।
পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল্টন থানায় দায়ের করা বদরুল ইসলাম সাঈমন হত্যাচেষ্টা মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বাবুল সরদার চাখারীকে আজ আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।
আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচের আরজি জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
শাহবাগ থানায় দায়ের করা মনির হত্যা মামলায় আনিসুল হককে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আরজি জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ১৩ আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক। পরে গ্রেপ্তার হন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তুরিন আফরোজ।