Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আকাশ থেকে পড়া উল্কাপিণ্ডে কোটিপতি হলেন যুবক

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
  • ১৮৬ জন দেখেছেন

আকাশ থেকে পড়া উল্কাপিণ্ড

কথায় আছে বিধাতা যারে দেন তারে ছাপ্পড় পাইরা দেন। একইভাবে বিধাতা যারে দেন, তারে ছাদ ফুড়িয়ে দেন। আকাশ থেকে উল্কা পিণ্ড টিনের ছাদ ভেদ করে পড়েছে এক যুবকের বাড়িতে। আর তাতেই কোটিপতি বনে গেছেন ওই যুবক।

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের সুমাত্রা প্রদেশে নিজের বাড়িতে কফিন বানানোর কাজ করছিলেন ৩৩ বছর বয়সী জসুয়া হুতাগালুং। ওই সময় আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়ে তার বাড়ির চালে। উল্কার আঘাতে টিনের চালের ওই অংশ ভেঙে যায়।

আরও পড়ুন : ৫০ ফুট গভীর কুয়া থেকে জীবিত হাতি উদ্ধার (ভিডিও)

উল্কা পড়ে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ হলেও পরে তিনি কোটিপতি হয়েছেন সেই উল্কার বদৌলতে। দরিদ্র থেকে তিনি ১০ কোটির মালিক হয়ে গেছেন।

আকাশ থেকে পড়া উল্কার টুকরোটি প্রায় চার বিলিয়ন বছর আগের। যার বাজারমূল্য ধরা হয়েছে ১০ কোটি টাকা। উল্কাপিণ্ডটি বিক্রি করে জোসুয়া পেয়েছেন ১০ কোটি টাকা। খুবই বিরল প্রজাতির উল্কা পড়েছিল তার ঘরে।

যার প্রতি গ্রামের দাম ধরা হয়েছে আটশ ৫৭ ডলার। জোসুয়া বলেছেন, প্রথম যখন এটি পড়ে তখন ব্যাপক গরম ছিল। পরে অবশ্য ঠাণ্ডা হয়ে গেছে।

সূত্র : প্লেজ টাইমস

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল

আকাশ থেকে পড়া উল্কাপিণ্ডে কোটিপতি হলেন যুবক

প্রকাশের সময় : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০

কথায় আছে বিধাতা যারে দেন তারে ছাপ্পড় পাইরা দেন। একইভাবে বিধাতা যারে দেন, তারে ছাদ ফুড়িয়ে দেন। আকাশ থেকে উল্কা পিণ্ড টিনের ছাদ ভেদ করে পড়েছে এক যুবকের বাড়িতে। আর তাতেই কোটিপতি বনে গেছেন ওই যুবক।

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের সুমাত্রা প্রদেশে নিজের বাড়িতে কফিন বানানোর কাজ করছিলেন ৩৩ বছর বয়সী জসুয়া হুতাগালুং। ওই সময় আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়ে তার বাড়ির চালে। উল্কার আঘাতে টিনের চালের ওই অংশ ভেঙে যায়।

আরও পড়ুন : ৫০ ফুট গভীর কুয়া থেকে জীবিত হাতি উদ্ধার (ভিডিও)

উল্কা পড়ে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ হলেও পরে তিনি কোটিপতি হয়েছেন সেই উল্কার বদৌলতে। দরিদ্র থেকে তিনি ১০ কোটির মালিক হয়ে গেছেন।

আকাশ থেকে পড়া উল্কার টুকরোটি প্রায় চার বিলিয়ন বছর আগের। যার বাজারমূল্য ধরা হয়েছে ১০ কোটি টাকা। উল্কাপিণ্ডটি বিক্রি করে জোসুয়া পেয়েছেন ১০ কোটি টাকা। খুবই বিরল প্রজাতির উল্কা পড়েছিল তার ঘরে।

যার প্রতি গ্রামের দাম ধরা হয়েছে আটশ ৫৭ ডলার। জোসুয়া বলেছেন, প্রথম যখন এটি পড়ে তখন ব্যাপক গরম ছিল। পরে অবশ্য ঠাণ্ডা হয়ে গেছে।

সূত্র : প্লেজ টাইমস