ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান ব্র্যান্ডস (আইআইএইচবি) ভারতীয় তারকাদের কার ব্র্যান্ড ভ্যালু কেমন তা জানতে গবেষণা চালিয়েছে। জাপানিজ এজেন্সি রাকুতেন পরিচালিত টিয়ারা রিসার্চ প্রতিবেদনে বেরিয়েছে সেই তথ্য। ট্রাস্ট, আইডেন্টিফাই, অ্যাট্র্যাক্টিভ, রেসপেক্ট ও অ্যাপিল মিলিয়ে বলা হচ্ছে ‘টিয়ারা’।
ভারতীয় তারকাদের একেকজনকে ভাবা হয় ব্র্যান্ড। তাদের কাজ, ব্যক্তি ও পেশাদার জীবনের ভাবমূর্তি ‘ব্র্যান্ড ভ্যালু’ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
২০২০ সালে ভারতের সবচেয়ে শ্রদ্ধাভাজন তারকা নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন। তিনি পেয়েছেন ৯০ স্কোর।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৮২ দশমিক ৮ স্কোর নিয়ে সবচেয়ে সুন্দরী তারকা হয়েছেন। এছাড়া ৬০ দশমিক ৩ স্কোরে সবচেয়ে ঝলমলে তারকার তকমাও পেয়েছেন তিনি।

অভিনেতা অক্ষয় কুমার ৯৩ দশমিক ৫ স্কোর পেয়ে আকর্ষণীয় তারকার স্বীকৃতি বাগিয়ে নিয়েছেন।
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ৪৫ পয়েন্ট পেয়ে বলিউডে সবচেয়ে সুন্দরী তকমা জিতেছেন। খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সুন্দরী হয়েছেন মিতালী রাজ।
সবচেয়ে ঝলমলে দম্পতির তালিকায় সবার ওপরে বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সবচেয়ে ট্রেন্ডি নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
আরও পড়ুন : বিয়ে করছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির সেই পিচ্চি
একনজরে ২০২০ সালের টিয়ারা রেটিংস
ভারতের সবচেয়ে শ্রদ্ধাভাজন: অমিতাভ বচ্চন
সবচেয়ে পরিচিত তারকা: আয়ুষ্মান খুরানা
ভারতের সবচেয়ে আকর্ষণীয়: অক্ষয় কুমার
ভারতের সবচেয়ে বিতর্কিত: হার্দিক পান্ডিয়া
ভারতের সবচেয়ে আবেদনময়ী: আলিয়া ভাট
ভারতের সবচেয়ে ট্রেন্ডি: বিরাট কোহলি
ভারতের সবচেয়ে সুন্দরী: দীপিকা পাড়ুকোন
ভারতের সবচেয়ে বৈচিত্র্যময়: নওয়াজুদ্দিন সিদ্দিকি
ভারতের শীর্ষ হার্টথ্রব: রণবীর কাপুর
ভারতের সবচেয়ে মোহময়ী: রাধিকা আপ্তে
ভারতের সবচেয়ে আবেদনময়ী: প্রিয়াঙ্কা চোপড়া
ভারতের সবচেয়ে ধৈর্যশীল: মহেন্দ্র সিং ধোনি
ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য: সায়না নেহওয়াল