নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে; বিদেশি কোনো শক্তির উৎস দিয়ে চলে না। আওয়ামী লীগ কখনো জনগণের ম্যানডেট ছাড়া কোনো কিছু করে না। অথচ আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি
মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর কাওরানবাজারের টিসিবি অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও (কর্মীদের উদ্দেশ্যে) বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা কোনোদিন জনগণের শক্তিকে বিশ্বাস করেনি তারাই আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না, জনগণের শক্তিকে বিশ্বাস করে না। জনগণও তাদেরকে বিশ্বাস করে না।
তিনি বলেন, এক দফা দাবির নামে সরকার উৎখাতের যে ষড়যন্ত্র চলছে তা সফল হবে না। আবারও শেখ হাসিনার সরকার জয়লাভ করবে। সরকার উৎখাতের একমাত্র পথ নির্বাচন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তারা (বিএনপি), এক দফা কর্মসূচি দিয়েছেন, সরকার পতন করবেন। তাদের দিক থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশে সরকার পরিবর্তনের একটি মাত্র পথ, নির্বাচন।
দেশে সরকার পরিবর্তনের একটি মাত্র পথ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি। পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। ২০১৩ ও ১৪ সালের জ্বালাও-পোড়াও আন্দোলন দেখেছি। জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না।
শেখ হাসিনার সরকার বাংলাদেশকে অব্যাহত অগ্রযাত্রার দিকে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্বপ্ন। আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ২০০৮ সালে শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলেন, সেটা আমরা করেছি। দেশে পরিবর্তনের যে ধারা সেটি সবারই নজরে পড়ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এজন্যই বলেছিলেন, তোমরা যদি এগিয়ে যেতে চাও, বদলে দিতে চাও তবে বাংলাদেশকে অনুসরণ কর।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা যদি একত্র থাকি তাহলে কোনো ষড়যন্ত্রই কাজ করবে না। সবাই ঐক্যবদ্ধ থাকেন। যখনই নেতৃবৃন্দ ডাক দেবে সঙ্গে সঙ্গে সাড়া দেবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।