Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির সেপ্টেম্বরের সেরা গিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ২২১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বছরজুড়ে দারুণ পারফরম্যান্স করছেন শুভমান গিল। কিন্তু বিশ্বকাপের আগমুহূর্তে তার এমন দুর্দান্ত মনোভাবের সামনে বাধ সাধে ডেঙ্গু। যে কারণে ভারত দুই ম্যাচ খেলে ফেললেও গিলের মাঠে নামা হয়নি। এর ভেতরই আইসিসির মাসসেরার (সেপ্টেম্বর) দৌড়ে মনোনয়ন পান তিনি। ইতোমধ্যে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন গিল, ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাকে অনুশীলনেও দেখা গেছে। তার আগে বড় সুসংবাদ পেয়েছেন, সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় এই ওপেনার।

শুক্রবার (১৩ অক্টোবর) ছেলে ও মেয়েদের ক্রিকেটে মাসসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি। মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। শুভমান সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন স্বদেশি পেসার মোহাম্মদ সিরাজ ও ইংল্যান্ড ওপেনার ডেভিড মালানকে। এছাড়া মেয়েদের বিভাগে এ লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার লরা উলভার্ট ও নাদিন ডি’ক্লার্ক।

সেপ্টেম্বরে ব্যাট হাতে ৮০ গড়ে ৪৮০ ওয়ানডে রান পেয়েছেন গিল। এর মধ্যে গত এশিয়া কাপে ৭৫.৫ গড়ে করেন ৩০২ রান। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় ভারত। ওই ম্যাচে ২৭ রান করে অপরাজিত থাকেন গিল।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে দুই ইনিংস মিলিয়ে ১৭৮ রান করেন গিল। দ্বিতীয় ওয়ানডেতে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। এর আগে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষেও তিন অঙ্কের দেখা পান তিনি। দুই সেঞ্চুরি ছাড়াও গত মাসে ৩টি হাঁফ সেঞ্চুরি হাঁকান গিল। ওই মাসে মাত্র দুইবার ৫০-এর কম রান করেন ২৪ বছর বয়সী ব্যাটার।

এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলা গিল ৬৬.১ গড়ে ১৯১৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১০২.৮৪। আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে তার অবস্থান এখন দুইয়ে।

এবারের বিশ্বকাপে ভারতের জার্সিতে এখনও মাঠে নামা হয়নি গিলের। ইনজুরির কারণে তার দলে ফেরা এখনও অনিশ্চিত।

তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সিরাজ গত মাসে ৬টি ওয়ানডেতে ১১টি উইকেট পেয়েছিলেন। এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা ম্যাচও তিনি সেপ্টেম্বরে খেলেছেন, এশিয়া কাপের ফাইনালে ২১ রানে ৬ উইকেট নিয়ে একাই বিধ্বস্ত করেন লঙ্কানদের।

অন্যদিকে, ডেভিড মালান সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেসব ম্যাচের একটিতে সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি নিয়ে ৩০৫ রান করেন ইংলিশ ওপেনার। তিনটি ওয়ানডে ম্যাচে মালানের ব্যাটে আসে যথাক্রমে ৫৪, ৯৬ ও ১২৭ রান। তবে শেষমেশ গিলের ব্যক্তিগত পারফরম্যান্স স্বীকৃতি পায়।

তবে এবারই প্রথম আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হননি গিল। এর আগে জানুয়ারিতেও তিনি মাসসেরা হয়েছিলেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে দু’বার মাসসেরা খেতাব জিতলেন শুভমান।

এদিকে সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামিরা আতাপাত্তু। তার ব্যাটিং ঝড়ের ওপর ভর করে ইংল্যাল্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করেছে লঙ্কানরা। সিরিজে ১১৪ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। সবমিলিয়ে গত মাসে ২৬ গড়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে ২০৮ রান করেছেন তিনি। এই অফ স্পিনার বল হাতে গত মাসে নিয়েছেন ৫ উইকেট, গড় ২৬.৬।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

আইসিসির সেপ্টেম্বরের সেরা গিল

প্রকাশের সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বছরজুড়ে দারুণ পারফরম্যান্স করছেন শুভমান গিল। কিন্তু বিশ্বকাপের আগমুহূর্তে তার এমন দুর্দান্ত মনোভাবের সামনে বাধ সাধে ডেঙ্গু। যে কারণে ভারত দুই ম্যাচ খেলে ফেললেও গিলের মাঠে নামা হয়নি। এর ভেতরই আইসিসির মাসসেরার (সেপ্টেম্বর) দৌড়ে মনোনয়ন পান তিনি। ইতোমধ্যে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন গিল, ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাকে অনুশীলনেও দেখা গেছে। তার আগে বড় সুসংবাদ পেয়েছেন, সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় এই ওপেনার।

শুক্রবার (১৩ অক্টোবর) ছেলে ও মেয়েদের ক্রিকেটে মাসসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি। মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। শুভমান সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন স্বদেশি পেসার মোহাম্মদ সিরাজ ও ইংল্যান্ড ওপেনার ডেভিড মালানকে। এছাড়া মেয়েদের বিভাগে এ লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার লরা উলভার্ট ও নাদিন ডি’ক্লার্ক।

সেপ্টেম্বরে ব্যাট হাতে ৮০ গড়ে ৪৮০ ওয়ানডে রান পেয়েছেন গিল। এর মধ্যে গত এশিয়া কাপে ৭৫.৫ গড়ে করেন ৩০২ রান। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় ভারত। ওই ম্যাচে ২৭ রান করে অপরাজিত থাকেন গিল।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে দুই ইনিংস মিলিয়ে ১৭৮ রান করেন গিল। দ্বিতীয় ওয়ানডেতে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। এর আগে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষেও তিন অঙ্কের দেখা পান তিনি। দুই সেঞ্চুরি ছাড়াও গত মাসে ৩টি হাঁফ সেঞ্চুরি হাঁকান গিল। ওই মাসে মাত্র দুইবার ৫০-এর কম রান করেন ২৪ বছর বয়সী ব্যাটার।

এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলা গিল ৬৬.১ গড়ে ১৯১৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১০২.৮৪। আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে তার অবস্থান এখন দুইয়ে।

এবারের বিশ্বকাপে ভারতের জার্সিতে এখনও মাঠে নামা হয়নি গিলের। ইনজুরির কারণে তার দলে ফেরা এখনও অনিশ্চিত।

তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সিরাজ গত মাসে ৬টি ওয়ানডেতে ১১টি উইকেট পেয়েছিলেন। এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা ম্যাচও তিনি সেপ্টেম্বরে খেলেছেন, এশিয়া কাপের ফাইনালে ২১ রানে ৬ উইকেট নিয়ে একাই বিধ্বস্ত করেন লঙ্কানদের।

অন্যদিকে, ডেভিড মালান সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেসব ম্যাচের একটিতে সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি নিয়ে ৩০৫ রান করেন ইংলিশ ওপেনার। তিনটি ওয়ানডে ম্যাচে মালানের ব্যাটে আসে যথাক্রমে ৫৪, ৯৬ ও ১২৭ রান। তবে শেষমেশ গিলের ব্যক্তিগত পারফরম্যান্স স্বীকৃতি পায়।

তবে এবারই প্রথম আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হননি গিল। এর আগে জানুয়ারিতেও তিনি মাসসেরা হয়েছিলেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে দু’বার মাসসেরা খেতাব জিতলেন শুভমান।

এদিকে সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামিরা আতাপাত্তু। তার ব্যাটিং ঝড়ের ওপর ভর করে ইংল্যাল্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করেছে লঙ্কানরা। সিরিজে ১১৪ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। সবমিলিয়ে গত মাসে ২৬ গড়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে ২০৮ রান করেছেন তিনি। এই অফ স্পিনার বল হাতে গত মাসে নিয়েছেন ৫ উইকেট, গড় ২৬.৬।