Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির প্যানেলভুক্ত হয়ে ইতিহাস আম্পায়ার সালিমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০২২ সালে বাংলাদেশে ভারত ও শ্রীলঙ্কা নারী দলের এশিয়া কাপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় পাকিস্তানের সালিমা ইমতিয়াজের। সেই সালিমা ইমতিয়াজ এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে তিনি আইসিসির প্যানেলভুক্ত হলেন। বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তার আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার ডেভলপমেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে নারীদের দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টে ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করলেন সালিমা ইমতিয়াজ। এদিকে পাকিস্তানের ইতিহাসের অংশ হয়ে উৎফুল্ল সালিমা। এটাকে শুধু নিজের জয় হিসাবে দেখছেন না তিনি, তার মতে এটা প্রত্যেকটা নারীর জয়।

সালিমা বলেন, এটা শুধু আমার জয়ই নয়, প্রত্যেকটা নারীর জয়, যারা আম্পায়ার হতে চায়। আশা করব এই অর্জন অসংখ্যা নারীকে খেলাধুলায় ঝুঁকতে প্রেরণা যোগাবে।

সালিমা ইমতিয়াজের এই যাত্রার পথটা ছিলো কঠিন। নিজেকে যোগ্য মনে করেন বলেই তা পারি দেয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আসলে আমার এই যাত্রাটা কঠোর পরিশ্রম ও ব্যাক্তিগত নানা স্যাক্রিফাইসের। তবে এখন নতুন একটি অধ্যায়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি এটার যোগ্য।’

পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজের কন্যা কায়নাত ইমতিয়াজ। কায়নাত পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার। দেশের হয়ে এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই সফরে মেয়েই তাঁর প্রেরণা, স্বীকার করে নিয়েছেন সালিমা। বলেন, ‘২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কায়নাতের। তখন থেকেই নিজের আলাদা পরিচয় গড়ার চেষ্টা চালিয়ে গিয়েছি।’

আজ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম নারী টি-টোয়েন্টিতে কাইনাতকে অবশ্য মাঠে পাচ্ছেন না সালিমা। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় অনেক দিন হলো খেলা থেকে দূরে আছেন কাইনাত। তবে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সালিমা প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার হিসেবে আইসিসির প্যানেলভুক্ত হলেও বাংলাদেশ এই সুখবর পেয়েছে আরও আগে। গত মার্চে প্রথমবারের মতো আইসিসির প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের চারজন নারী আম্পায়ার ও একজন ম্যাচ রেফারি। চার আম্পায়ার সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানি ও চম্পা চাকমা জায়গা পেয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে। আর সুপ্রিয়া রানিকে নেওয়া হয়েছে আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে।

এখন পর্যন্ত ১৬টি ম্যাচে আম্পায়ার ও ৬টি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সালিমা ইমতিয়াজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

আইসিসির প্যানেলভুক্ত হয়ে ইতিহাস আম্পায়ার সালিমার

প্রকাশের সময় : ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

২০২২ সালে বাংলাদেশে ভারত ও শ্রীলঙ্কা নারী দলের এশিয়া কাপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় পাকিস্তানের সালিমা ইমতিয়াজের। সেই সালিমা ইমতিয়াজ এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে তিনি আইসিসির প্যানেলভুক্ত হলেন। বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তার আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার ডেভলপমেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে নারীদের দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টে ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করলেন সালিমা ইমতিয়াজ। এদিকে পাকিস্তানের ইতিহাসের অংশ হয়ে উৎফুল্ল সালিমা। এটাকে শুধু নিজের জয় হিসাবে দেখছেন না তিনি, তার মতে এটা প্রত্যেকটা নারীর জয়।

সালিমা বলেন, এটা শুধু আমার জয়ই নয়, প্রত্যেকটা নারীর জয়, যারা আম্পায়ার হতে চায়। আশা করব এই অর্জন অসংখ্যা নারীকে খেলাধুলায় ঝুঁকতে প্রেরণা যোগাবে।

সালিমা ইমতিয়াজের এই যাত্রার পথটা ছিলো কঠিন। নিজেকে যোগ্য মনে করেন বলেই তা পারি দেয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আসলে আমার এই যাত্রাটা কঠোর পরিশ্রম ও ব্যাক্তিগত নানা স্যাক্রিফাইসের। তবে এখন নতুন একটি অধ্যায়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি এটার যোগ্য।’

পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজের কন্যা কায়নাত ইমতিয়াজ। কায়নাত পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার। দেশের হয়ে এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই সফরে মেয়েই তাঁর প্রেরণা, স্বীকার করে নিয়েছেন সালিমা। বলেন, ‘২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কায়নাতের। তখন থেকেই নিজের আলাদা পরিচয় গড়ার চেষ্টা চালিয়ে গিয়েছি।’

আজ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম নারী টি-টোয়েন্টিতে কাইনাতকে অবশ্য মাঠে পাচ্ছেন না সালিমা। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় অনেক দিন হলো খেলা থেকে দূরে আছেন কাইনাত। তবে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সালিমা প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার হিসেবে আইসিসির প্যানেলভুক্ত হলেও বাংলাদেশ এই সুখবর পেয়েছে আরও আগে। গত মার্চে প্রথমবারের মতো আইসিসির প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের চারজন নারী আম্পায়ার ও একজন ম্যাচ রেফারি। চার আম্পায়ার সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানি ও চম্পা চাকমা জায়গা পেয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে। আর সুপ্রিয়া রানিকে নেওয়া হয়েছে আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে।

এখন পর্যন্ত ১৬টি ম্যাচে আম্পায়ার ও ৬টি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সালিমা ইমতিয়াজ।