Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির টেস্টের বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২১১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

একজন ঘরের মাঠ হোক কিংবা প্রতিপক্ষের মাঠ সবখানেই ব্যাটারদের বুকে কাঁপুনি ধরিয়েছেন। বল হাতে ম্যাচের পর ম্যাচ দলকে জিতিয়েছেন। আরেকজন আফগানিস্তানের মত ছোট দলকেও অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন।

আইসিসি সোমবার (২৭ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে টেস্ট এবং ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। যেখানে আছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ ও আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

২০২৪ সালে মাত্র ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ। টেস্টে এক বছরে ৭০ উইকেট এর আগে অবশ্য নিয়েছেন ১৭ জন। তবে টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে এত কম গড়ে ৭০ উইকেট নেওয়ার রেকর্ড নেই আর কোনো বোলারের। এমন ইতিহাস গড়ে পুরস্কারটাও বুমরাহ পেলেন হাতেনাতে। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের এই তারকা ফাস্ট বোলার।

২০২৪ সালে ৭১ উইকেট নিতে বুমরাহ খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে থাকা গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি তার। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩২ উইকেট নিয়ে সিরিজ–সেরাও হয়েছেন বুমরাহ।

ওয়ানডেতে বর্ষসেরা ওমরজাই গত বছর ছিলেন দুর্দান্ত ফর্মে।১৪ ওয়ানডেতে ৫২.১২ গড়ে রান করেছেন ৪১৭ যা আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর মাঝে ১ সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরি করেছেন।

বল হাতেও মাত্র ২০.৪৭ গড়ে ১৭ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী ওমরজাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো আফগানিস্তানের ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭০ রান ও ৪ উইকেট নিয়ে দলকে সিরিজ জেতান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইসিসির টেস্টের বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই

প্রকাশের সময় : ০৭:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

একজন ঘরের মাঠ হোক কিংবা প্রতিপক্ষের মাঠ সবখানেই ব্যাটারদের বুকে কাঁপুনি ধরিয়েছেন। বল হাতে ম্যাচের পর ম্যাচ দলকে জিতিয়েছেন। আরেকজন আফগানিস্তানের মত ছোট দলকেও অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন।

আইসিসি সোমবার (২৭ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে টেস্ট এবং ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। যেখানে আছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ ও আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

২০২৪ সালে মাত্র ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ। টেস্টে এক বছরে ৭০ উইকেট এর আগে অবশ্য নিয়েছেন ১৭ জন। তবে টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে এত কম গড়ে ৭০ উইকেট নেওয়ার রেকর্ড নেই আর কোনো বোলারের। এমন ইতিহাস গড়ে পুরস্কারটাও বুমরাহ পেলেন হাতেনাতে। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের এই তারকা ফাস্ট বোলার।

২০২৪ সালে ৭১ উইকেট নিতে বুমরাহ খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে থাকা গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি তার। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩২ উইকেট নিয়ে সিরিজ–সেরাও হয়েছেন বুমরাহ।

ওয়ানডেতে বর্ষসেরা ওমরজাই গত বছর ছিলেন দুর্দান্ত ফর্মে।১৪ ওয়ানডেতে ৫২.১২ গড়ে রান করেছেন ৪১৭ যা আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর মাঝে ১ সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরি করেছেন।

বল হাতেও মাত্র ২০.৪৭ গড়ে ১৭ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী ওমরজাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো আফগানিস্তানের ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭০ রান ও ৪ উইকেট নিয়ে দলকে সিরিজ জেতান তিনি।