স্পোর্টস ডেস্ক :
অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে দারুণ নৈপুণ্যের পর ২০২২ সালে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে অভিষেক হয় পেসার মারুফা আক্তারের। অভিষেকের বছরই দুরন্ত নৈপুণ্য দেখান এই তরুণ ক্রিকেটার। তারই স্বীকৃতিস্বরুপ আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন মারুফা।
গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। মারুফা ছাড়াও বর্ষসেরার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল ও স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার।
মারুফা তার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচই খেলেছেন ২০২৩ সালে। এই বছরে ওয়ানডেতে ২৪.৭৭ গড়ে ৯ উইকেট নিয়েছেন তিনি। একই সময়ে টি-টোয়েন্টিতে ২৩.৩০ গড়ে ১০ উইকেট নিয়েছেন এই পেসার। গত ফেব্রুয়ারিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন ১৯ বছরের মারুফা। সেই টুর্নামেন্টে মাত্র ৬.৩১ ইকোনমিতে ৪ উইকেট নেন তিনি। এরপর বছরের মাঝামাঝি সময়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জয়েও সবচেয়ে বড় অবদান ছিল মারুফার। সেই ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নেন এই পেস সেনসেশন।
এদিকে, বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার বিভাগে মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি, ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কা।
ক্রিকেট সমর্থকরা চাইলে তাদের পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারবেন। উদীয়মান ক্রিকেটার ছাড়াও আইসিসি আরও কিছু খেতাব দিবে ২০২৩ সালের পারফরম্যান্স বিচার করে। এর মধ্যে রয়েছে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটার, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার, সহযোগী দেশের সেরা ক্রিকেটার, স্পিরিট অব ক্রিকেট খেতাব ও বর্ষসেরা আম্পায়ার।