যাদুশিল্পী জুয়েল আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। জুয়েল আইচের সুস্থতার জন্য দেশবাসির দোয়া চেয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করছেন এই জাদুশিল্পীর স্ত্রী বিপাশা আইচ।
মেয়েসহ বিপাশা আইচ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সুস্থ বলে জানান বিপাশা আইচ।
আরও পড়ুন : সাভারের স্কুলছাত্রীকে গৌরনদী থেকে অপহরণ
তিনি বলেন, গত ৪ নভেম্বর থেকে জ্বর অনুভব করলে জুয়েল আইচ নিজের করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সোমবার রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বুকের সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসও করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।