Dhaka শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক:

জয়ের সব আয়োজন আগের দিনই সেরে রেখেছিল বাংলাদেশ। ৮৫ রানে আয়ারল্যান্ডের প্রথম সারির পাঁচ ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিল তারা। তখন মনে হয়েছিল সহজ জয়ের পথেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। তবে চতুর্থ দিনে লড়াই করে আয়ারল্যান্ড। তবে হার এড়াতে পারেনি সফরকারী দলটি।

শুক্রবার (১৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে এসে ইনিংস ও ৪৭ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গিয়েছে ২৫৪ রানে। প্রথম ইনিংসে করে ছিল ২৮৬ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা দেয়।

এদিন বাংলাদেশের অস্বস্তি বাড়াচ্ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনে ফিফটি তুলে দুশ্চিন্তা বাড়াচ্ছিলেন। তবে লাঞ্চের পরপরই তাকে ছাঁটাই করেন পেসার নাহিদ রানা। তার খাট লেন্থের বলেপুল করতে গেলে টাইমিং ঠিক করতে পারেননি ম্যাকব্রাইন। শর্ট মিডউইকেটে ক‍্যাচ তুলে দেন হাসান মুরাদের হাতে। ৫টি চারের সাহায্যে ৫২ রান করেন এই ব্যাটার।

এরপর অবশ্য আগ্রাসী ব্যাটিংয়ে পাল্টা আক্রমণ করেন জর্ডান নিল ও ব‍্যারি ম‍্যাককার্থি। প্রায় বলে ব্যাটে রান করে গড়েন ৫৪ রানের জুটি। ৫৬ বলের এই জুটিটি ভাঙেন হাসান মুরাদ। ছক্কার চেষ্টায় লং অফে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন নিল। যদিও ক‍্যাচ ধরতে গিয়ে প্রথমে হাত থেকে ফসকে গিয়েছিল সাদমানের। তবে দ্বিতীয় দফায় ধরতে কোনো সমস্যা হয়নি তার। ৩৬ রান করেন নিল।

শেষ সাফল্যটি আসে রিভিউ নিয়ে। তাইজুলের বলে ম্যাককার্থি খেলতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় কিপার লিটন দাসের হাতে। আম্পায়ার আউট দেন নি। আলট্রা এজে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় স্পষ্ট একটি স্পাইক। ম্যাককার্থির ব্যাট থেকে আসে ২৫ রান।

সকালে আগের দিনের ৫ উইকেটে ৮৬ রানে ব্যাটিং শুরু করে আয়ারল্যান্ড। ম্যাথিউ হামফ্রিজকে সঙ্গে নিয়ে ম্যাকব্রাইন যোগ করেন ৩১ রান। যদিও ৮ রানে থাকতেই তিনি ফিরতে পারতেন, ব্যাটের বাইরের কানায় লেগে লিটনের পায়ে স্পর্শ করে বল উঠে এলেও গলার কাছে যাওয়া ক্যাচটি নিতে পারেননি শান্ত।

অবশেষে সেই ভুলের মাশুল দিতে দেরি হয়নি। তাইজুলের বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে হামফ্রিজ সহজ ক্যাচ দেন; ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তা নেন সাদমান।

এরপর শুরু হয় রিভিউর নাটক। প্রথমে মিরাজের বলে এলবিডব্লিউ থেকে রিভিউ নিয়ে বেঁচে যান ম্যাকব্রাইন। পরের বলেও তিনি রিভিউ নেন, ব্যাটে লেগে প্যাডে আসায় আবারও রক্ষা। দুই বলে দুই রিভিউ, দুটিতে বেঁচে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি।

অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকেও রিভিউ নিতে হয়। মিরাজের এলবিডব্লিউ আবেদন নাকচ হয়; রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করত, ‘আনসাইড আম্পায়ার্স কল’-এ বেঁচে যান তিনি।

তবে বেশিক্ষণ টিকতে দেননি হাসান মুরাদ। তার দারুণ টার্নে ভুল স্লগ সুইপ খেলে এলবিডব্লিউ হন বালবার্নি। রিভিউতেও লাভ হয়নি; বল লেগ স্টাম্পের বাইরে লাগত। তার বিদায়ে ভাঙে ১১৯ বলের ধৈর্যশীল ৬৬ রানের জুটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাসিনা আগেই টাকার বস্তা নিয়ে আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি

আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল টাইগাররা

প্রকাশের সময় : ০২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক:

জয়ের সব আয়োজন আগের দিনই সেরে রেখেছিল বাংলাদেশ। ৮৫ রানে আয়ারল্যান্ডের প্রথম সারির পাঁচ ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিল তারা। তখন মনে হয়েছিল সহজ জয়ের পথেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। তবে চতুর্থ দিনে লড়াই করে আয়ারল্যান্ড। তবে হার এড়াতে পারেনি সফরকারী দলটি।

শুক্রবার (১৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে এসে ইনিংস ও ৪৭ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গিয়েছে ২৫৪ রানে। প্রথম ইনিংসে করে ছিল ২৮৬ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা দেয়।

এদিন বাংলাদেশের অস্বস্তি বাড়াচ্ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনে ফিফটি তুলে দুশ্চিন্তা বাড়াচ্ছিলেন। তবে লাঞ্চের পরপরই তাকে ছাঁটাই করেন পেসার নাহিদ রানা। তার খাট লেন্থের বলেপুল করতে গেলে টাইমিং ঠিক করতে পারেননি ম্যাকব্রাইন। শর্ট মিডউইকেটে ক‍্যাচ তুলে দেন হাসান মুরাদের হাতে। ৫টি চারের সাহায্যে ৫২ রান করেন এই ব্যাটার।

এরপর অবশ্য আগ্রাসী ব্যাটিংয়ে পাল্টা আক্রমণ করেন জর্ডান নিল ও ব‍্যারি ম‍্যাককার্থি। প্রায় বলে ব্যাটে রান করে গড়েন ৫৪ রানের জুটি। ৫৬ বলের এই জুটিটি ভাঙেন হাসান মুরাদ। ছক্কার চেষ্টায় লং অফে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন নিল। যদিও ক‍্যাচ ধরতে গিয়ে প্রথমে হাত থেকে ফসকে গিয়েছিল সাদমানের। তবে দ্বিতীয় দফায় ধরতে কোনো সমস্যা হয়নি তার। ৩৬ রান করেন নিল।

শেষ সাফল্যটি আসে রিভিউ নিয়ে। তাইজুলের বলে ম্যাককার্থি খেলতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় কিপার লিটন দাসের হাতে। আম্পায়ার আউট দেন নি। আলট্রা এজে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় স্পষ্ট একটি স্পাইক। ম্যাককার্থির ব্যাট থেকে আসে ২৫ রান।

সকালে আগের দিনের ৫ উইকেটে ৮৬ রানে ব্যাটিং শুরু করে আয়ারল্যান্ড। ম্যাথিউ হামফ্রিজকে সঙ্গে নিয়ে ম্যাকব্রাইন যোগ করেন ৩১ রান। যদিও ৮ রানে থাকতেই তিনি ফিরতে পারতেন, ব্যাটের বাইরের কানায় লেগে লিটনের পায়ে স্পর্শ করে বল উঠে এলেও গলার কাছে যাওয়া ক্যাচটি নিতে পারেননি শান্ত।

অবশেষে সেই ভুলের মাশুল দিতে দেরি হয়নি। তাইজুলের বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে হামফ্রিজ সহজ ক্যাচ দেন; ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তা নেন সাদমান।

এরপর শুরু হয় রিভিউর নাটক। প্রথমে মিরাজের বলে এলবিডব্লিউ থেকে রিভিউ নিয়ে বেঁচে যান ম্যাকব্রাইন। পরের বলেও তিনি রিভিউ নেন, ব্যাটে লেগে প্যাডে আসায় আবারও রক্ষা। দুই বলে দুই রিভিউ, দুটিতে বেঁচে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি।

অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকেও রিভিউ নিতে হয়। মিরাজের এলবিডব্লিউ আবেদন নাকচ হয়; রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করত, ‘আনসাইড আম্পায়ার্স কল’-এ বেঁচে যান তিনি।

তবে বেশিক্ষণ টিকতে দেননি হাসান মুরাদ। তার দারুণ টার্নে ভুল স্লগ সুইপ খেলে এলবিডব্লিউ হন বালবার্নি। রিভিউতেও লাভ হয়নি; বল লেগ স্টাম্পের বাইরে লাগত। তার বিদায়ে ভাঙে ১১৯ বলের ধৈর্যশীল ৬৬ রানের জুটি।