Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ, ভারতীয় পত্রিকার দাবি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২৭২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থমকে গিয়েছিল। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় তাঁকে দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খেলতে পারছিলেন না তিনি। তবে বোলিং অ্যাকশনের বিষয়ে সুখবর পেয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

গত বছরের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষার সাকিবের বোলিংয়ে ত্রুটি পাওয়া যায়। এরপর একবার বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার পরও অ্যাকশন অবৈধ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি।

তবে গত ২০ মার্চ সুখবর পেয়েছেন সাকিব। আবারও বোলিং অ্যাকশনের পড়িক্ষা দিয়েছেন তিনি। এবার আর ত্রুটি পাওয়া যায়নি তার বোলিংয়ে। ফলে নিষেধাজ্ঞাও ওঠে গেছে। এখন তিনি খেলতে পারবেন সবধরনের ক্রিকেটেই।

এদিকে বোলিংয়ে সাকিবের নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর টাইগার এই ক্রিকেটারের আইপিএলে খেলা নিয়ে আলোচনা সামনে এসেছে। নিলামে অবিক্রীত থাকা সাকিব বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হওয়ার পর আইপিএল খেলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনোটাই জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন সাকিব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। স্পিন আক্রমণে এই দলগুলিই কিছুটা দুর্বল।

এদিকে আইপিএল মাঠে গড়াচ্ছে আজ থেকে। তাই এবারের আসরে সাকিব খেলতে পারবেন এমন সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। তবে আসর চলাকালীন কোনো ক্রিকেটার যদি চোট পেয়ে ছিটকে যান নাম প্রত্যাহার করেন তবেই কেবল সাকিবের আইপিএল খেলার দরজা খুলতে পারে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

উল্লেখ্য, আইপিএলে একসময় বাংলাদেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে জিতেছিলেন শিরোপা। এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে : সালাহউদ্দিন আহমদ

আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ, ভারতীয় পত্রিকার দাবি

প্রকাশের সময় : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থমকে গিয়েছিল। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় তাঁকে দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খেলতে পারছিলেন না তিনি। তবে বোলিং অ্যাকশনের বিষয়ে সুখবর পেয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

গত বছরের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষার সাকিবের বোলিংয়ে ত্রুটি পাওয়া যায়। এরপর একবার বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার পরও অ্যাকশন অবৈধ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি।

তবে গত ২০ মার্চ সুখবর পেয়েছেন সাকিব। আবারও বোলিং অ্যাকশনের পড়িক্ষা দিয়েছেন তিনি। এবার আর ত্রুটি পাওয়া যায়নি তার বোলিংয়ে। ফলে নিষেধাজ্ঞাও ওঠে গেছে। এখন তিনি খেলতে পারবেন সবধরনের ক্রিকেটেই।

এদিকে বোলিংয়ে সাকিবের নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর টাইগার এই ক্রিকেটারের আইপিএলে খেলা নিয়ে আলোচনা সামনে এসেছে। নিলামে অবিক্রীত থাকা সাকিব বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হওয়ার পর আইপিএল খেলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনোটাই জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন সাকিব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। স্পিন আক্রমণে এই দলগুলিই কিছুটা দুর্বল।

এদিকে আইপিএল মাঠে গড়াচ্ছে আজ থেকে। তাই এবারের আসরে সাকিব খেলতে পারবেন এমন সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। তবে আসর চলাকালীন কোনো ক্রিকেটার যদি চোট পেয়ে ছিটকে যান নাম প্রত্যাহার করেন তবেই কেবল সাকিবের আইপিএল খেলার দরজা খুলতে পারে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

উল্লেখ্য, আইপিএলে একসময় বাংলাদেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে জিতেছিলেন শিরোপা। এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।