Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নিষিদ্ধ হওয়ায় দেশবাসী প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে : প্রেস সচিব

মাগুরা জেলা প্রতিনিধি : 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশবাসী কোনও প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে।

শুক্রবার (১৬ মে) নিজ জেলা মাগুরায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেস ক্লাব পরিদর্শন করেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়ার লক্ষ্য করা যায়নি। কারণ হচ্ছে, এখানে নিষিদ্ধকরণের বিষয়ে জনগণে সমর্থন ছিল। আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গতভাবে হবে। বিচার তার নিজস্ব গতিতে চলবে। আমরা চাচ্ছি বিচারটা দ্রুত হোক। তবে এটি নিয়ে যেন কোনো অন্যায় না হয়।

শফিকুল আলম বলেন, দেশের আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো। পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করছে।

জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিষয়টি নিশ্চিত যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, আশা করছি আমরা ন্যায়বিচার দেখতে পাব। ন্যায়বিচারের জন্য যত দ্রুত বিচারিক কাজটি করা যায় সেটি করেছি। কেবিনেট এটি নিয়ে আইন প্রয়োজনীয় সংস্কার করেছে। আমরা আশা করছি এক্ষেত্রে ন্যায়বিচার হবে।

এক প্রসঙ্গ উঠলে প্রেস সচিব বলেন, মফস্বল সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে তাদের আর্থিক বিষয়টিতে কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে।

এ সময় মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থত ছিলেন।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

আ.লীগ নিষিদ্ধ হওয়ায় দেশবাসী প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে : প্রেস সচিব

প্রকাশের সময় : ০৯:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

মাগুরা জেলা প্রতিনিধি : 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশবাসী কোনও প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে।

শুক্রবার (১৬ মে) নিজ জেলা মাগুরায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেস ক্লাব পরিদর্শন করেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়ার লক্ষ্য করা যায়নি। কারণ হচ্ছে, এখানে নিষিদ্ধকরণের বিষয়ে জনগণে সমর্থন ছিল। আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গতভাবে হবে। বিচার তার নিজস্ব গতিতে চলবে। আমরা চাচ্ছি বিচারটা দ্রুত হোক। তবে এটি নিয়ে যেন কোনো অন্যায় না হয়।

শফিকুল আলম বলেন, দেশের আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো। পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করছে।

জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিষয়টি নিশ্চিত যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, আশা করছি আমরা ন্যায়বিচার দেখতে পাব। ন্যায়বিচারের জন্য যত দ্রুত বিচারিক কাজটি করা যায় সেটি করেছি। কেবিনেট এটি নিয়ে আইন প্রয়োজনীয় সংস্কার করেছে। আমরা আশা করছি এক্ষেত্রে ন্যায়বিচার হবে।

এক প্রসঙ্গ উঠলে প্রেস সচিব বলেন, মফস্বল সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে তাদের আর্থিক বিষয়টিতে কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে।

এ সময় মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থত ছিলেন।