Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ উঠেছে। এছাড়া একজন অস্ত্র ব্যবসায়ীকে প্রতারণা করে তার কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়্যারের আগ্নেয়াস্ত্রের দোকান থেকে হান্টার একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি মিথ্যা বলেছিলেন। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি কোনো উত্তেজক মাদকদ্রব্যের বেআইনি ব্যবহারকারী নন। তিনি মাদকাসক্ত নন। তবে সে সময় তিনি মাদক (কোকেন) ব্যবহারকারী ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ কাউন্সেল ডেভিড ভেইস তার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছেন তাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আইন লংঘন সম্পর্কে কিছু বলা হয়নি। ‘এর আগের একটি চুক্তিতে ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন কর বিষয়ক দু’টি অভিযোগে নিজের দোষ স্বীকার করেছিলেন এবং আগ্নেয়াস্ত্র বিষয়ক আইন লংঘনের অভিযোগকে পাশ কাটাতে একটি কর্মসূচিতে নিজেকে অন্তর্ভুক্ত করেন। তবে জুলাই মাসের শুনানীতে তা বাতিল হয়ে যায়।

বাইডেন পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে করের বিষয়ে তদন্ত চলছে। ভেইস এর আগে বলেন যেকোনো সম্ভাব্য অভিযোগ হয় ডিস্ট্রক্ট অফ কলাম্বিয়া অথবা লস এঞ্জেলেস ভিত্তিক সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ায় আনতে হবে।

এই অভিযোগের ঠিক দু’দিন আগে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা হান্টার বাইডেনের বৈদেশিক ব্যবসা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত জো বাইডেনের অভিশংসন তদন্তের বিষয়টি উত্থাপন করে । হোয়াইট হাউজ কোনো রকম ভোটাভুটি ছাড়াই এই পদক্ষেপের নিন্দে করে বলেছে, এটার পেছনে কোনো প্রমাণ নেই এবং তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে হোয়াইট হাউজ কোনো রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। হান্টার বাইডেনের আইনজীবিকে তাৎক্ষনিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। এছাড়া ভেইসের একজন মুখপাত্র এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর না দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের ওপর হান্টার কর দেননি বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাঁর এক বছর কারাদণ্ড হতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

অস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে

প্রকাশের সময় : ০৩:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ উঠেছে। এছাড়া একজন অস্ত্র ব্যবসায়ীকে প্রতারণা করে তার কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়্যারের আগ্নেয়াস্ত্রের দোকান থেকে হান্টার একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি মিথ্যা বলেছিলেন। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি কোনো উত্তেজক মাদকদ্রব্যের বেআইনি ব্যবহারকারী নন। তিনি মাদকাসক্ত নন। তবে সে সময় তিনি মাদক (কোকেন) ব্যবহারকারী ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ কাউন্সেল ডেভিড ভেইস তার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছেন তাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আইন লংঘন সম্পর্কে কিছু বলা হয়নি। ‘এর আগের একটি চুক্তিতে ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন কর বিষয়ক দু’টি অভিযোগে নিজের দোষ স্বীকার করেছিলেন এবং আগ্নেয়াস্ত্র বিষয়ক আইন লংঘনের অভিযোগকে পাশ কাটাতে একটি কর্মসূচিতে নিজেকে অন্তর্ভুক্ত করেন। তবে জুলাই মাসের শুনানীতে তা বাতিল হয়ে যায়।

বাইডেন পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে করের বিষয়ে তদন্ত চলছে। ভেইস এর আগে বলেন যেকোনো সম্ভাব্য অভিযোগ হয় ডিস্ট্রক্ট অফ কলাম্বিয়া অথবা লস এঞ্জেলেস ভিত্তিক সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ায় আনতে হবে।

এই অভিযোগের ঠিক দু’দিন আগে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা হান্টার বাইডেনের বৈদেশিক ব্যবসা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত জো বাইডেনের অভিশংসন তদন্তের বিষয়টি উত্থাপন করে । হোয়াইট হাউজ কোনো রকম ভোটাভুটি ছাড়াই এই পদক্ষেপের নিন্দে করে বলেছে, এটার পেছনে কোনো প্রমাণ নেই এবং তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে হোয়াইট হাউজ কোনো রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। হান্টার বাইডেনের আইনজীবিকে তাৎক্ষনিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। এছাড়া ভেইসের একজন মুখপাত্র এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর না দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের ওপর হান্টার কর দেননি বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাঁর এক বছর কারাদণ্ড হতে পারে।