Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া চলার সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। এতে হেলিকপ্টারে থাকা চার জন নিখোঁজ রয়েছে। তাদের খুঁজতে অভিযান পরিচালিত হচ্ছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর শনিবার (২৯ জুলাই) দুই দেশের যৌথ মহড়া স্থগিত করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে (২৮ জুলাই) লিন্ডেম্যান দ্বীপে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যকার রাত্রীকালীন প্রশিক্ষণের সময় ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মহড়া চলাকালীন স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ৮৯০ কিলোমিটার (৫৫০ মাইল) উত্তরে হ্যামিল্টন দ্বীপের কাছাকাছি পানিতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এতে থাকা চারজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে মার্লেস বলেন, ওই হেলিকপ্টারে থাকা চার ক্রুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, এমআরএইচ-৯০ হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হুইটসানডে উপকূলের কাছে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রু সদস্য এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা ভালো খবর আশা করছি। এখনও পরিষ্কারভাবে ওই দুর্ঘটনা সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি। খুব শিগগির এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। একই সংবাদ সম্মেলনে বক্তব্যের সময় প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি একটি ভয়াবহ মুহূর্ত।

তিনি আরো বলেন, নিখোঁজদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করাই এখন আমাদের প্রধান কাজ। উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তা করায় দেশটির পুলিশ, বেসামরিক এজেন্সি, সাধারণ জনগণ এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।

তালিসমান সাবের সামরিক মহড়ার পরিচালক ব্রিগেডিয়ার ড্যামিয়ান হিল বলেছেন, দুর্ঘটনার পর মহড়া স্থগিত করা হয়েছে।

জানা গেছে, দুই সপ্তাহের এই মহড়ায় অংশ নিচ্ছে অন্তত ৩০ হাজার সেনা। এটি দেশটির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার মধ্যে রয়েছে মক ল্যান্ড এবং এয়ার কমব্যাটসহ অন্যান্য অনুশীলনও।

প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল এ ঘটনাকে ‘ভয়াবহ মুহূর্ত’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই মুহুর্তে আমাদের ফোকাস লোকদের খুঁজে বের করা। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বেসামরিক সংস্থা, পুলিশ, জনসাধারণ এবং মার্কিন মিত্ররা কাজ করছেন।

দুই দেশের সামরিক মহড়াটি ৪ আগস্ট শেষ হবে। সূত্র: বিবিসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪

প্রকাশের সময় : ১২:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া চলার সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। এতে হেলিকপ্টারে থাকা চার জন নিখোঁজ রয়েছে। তাদের খুঁজতে অভিযান পরিচালিত হচ্ছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর শনিবার (২৯ জুলাই) দুই দেশের যৌথ মহড়া স্থগিত করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে (২৮ জুলাই) লিন্ডেম্যান দ্বীপে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যকার রাত্রীকালীন প্রশিক্ষণের সময় ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মহড়া চলাকালীন স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ৮৯০ কিলোমিটার (৫৫০ মাইল) উত্তরে হ্যামিল্টন দ্বীপের কাছাকাছি পানিতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এতে থাকা চারজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে মার্লেস বলেন, ওই হেলিকপ্টারে থাকা চার ক্রুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, এমআরএইচ-৯০ হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হুইটসানডে উপকূলের কাছে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রু সদস্য এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা ভালো খবর আশা করছি। এখনও পরিষ্কারভাবে ওই দুর্ঘটনা সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি। খুব শিগগির এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। একই সংবাদ সম্মেলনে বক্তব্যের সময় প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি একটি ভয়াবহ মুহূর্ত।

তিনি আরো বলেন, নিখোঁজদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করাই এখন আমাদের প্রধান কাজ। উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তা করায় দেশটির পুলিশ, বেসামরিক এজেন্সি, সাধারণ জনগণ এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।

তালিসমান সাবের সামরিক মহড়ার পরিচালক ব্রিগেডিয়ার ড্যামিয়ান হিল বলেছেন, দুর্ঘটনার পর মহড়া স্থগিত করা হয়েছে।

জানা গেছে, দুই সপ্তাহের এই মহড়ায় অংশ নিচ্ছে অন্তত ৩০ হাজার সেনা। এটি দেশটির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার মধ্যে রয়েছে মক ল্যান্ড এবং এয়ার কমব্যাটসহ অন্যান্য অনুশীলনও।

প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল এ ঘটনাকে ‘ভয়াবহ মুহূর্ত’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই মুহুর্তে আমাদের ফোকাস লোকদের খুঁজে বের করা। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বেসামরিক সংস্থা, পুলিশ, জনসাধারণ এবং মার্কিন মিত্ররা কাজ করছেন।

দুই দেশের সামরিক মহড়াটি ৪ আগস্ট শেষ হবে। সূত্র: বিবিসি।